১৭ মার্চ ২০২৫ দৈনিক যুগান্তরে ফেসবুকে সাবেক সেনা প্রধান ‘আমাকে হত্যা করতে কর্নেল জিয়াকে নির্দেশ দেওয়া হয়’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার। এতে বলা হয়, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া সম্পূর্ণ ভিত্তিহীন সংবাদ প্রচার করেন। এখানে তিনি উল্লেখ করেননি যে কে জিয়াকে নির্দেশ দিয়েছিলেন। একজন সেনাপ্রধানকে যদি কর্নেল পদবির একজন হত্যা করার নির্দেশ পেয়ে থাকেন তাহলে সেই নির্দেশদাতা কে? একজন প্রতিষ্ঠিত, স্বনামধন্য সেনাপ্রধান যিনি অন্যের কথা শুনে সেই কর্নেলকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করলেন না বা এতদিন যাবত কাউকে বিষয়টি সম্পর্কে অবগত করলেন না।
সেনাপ্রধানের কার্যালয়ে বোমাতঙ্ক দেখা যায়, এটা সত্যিই কি সম্ভব বা বাস্তবসম্মত ঘটনা? সেনাপ্রধানের অফিস সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা থাকে। পরবর্তীতে অনুসন্ধান করে জানা গেল যে, সেখানে কোনো ধরনের বোমা ছিল না। তিনি তার ডিএমআই ব্রিগেডিয়ার জেনারেল জগলুলকে জিজ্ঞেস করেছিলেন বোমাতঙ্কের কথা। কিন্তু যে মেজর সুমনের কাছ থেকে তিনি সংবাদ পান তিনি কোন দায়িত্বে ছিলেন তা তিনি উল্লেখ করেননি।