Logo
Logo
×

খবর

আদিবাসী ছাত্রীর লাশ উদ্ধার

কেশবপুরে খ্রিষ্টান মিশনারি অফিস ঘেরাও

Icon

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কেশবপুরে আদিবাসী ছাত্রী রাজের রং ত্রিপুরার মৃত্যুর ঘটনায় খ্রিষ্টান মিশনারি অফিস ঘেরাও করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। তারা লাশ হস্তান্তর ও হত্যার বিচার দাবিতে মঙ্গলবার শহরের খ্রিষ্টান মিশনারিতে সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। তুমুল বিক্ষোভের মুখে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। শিক্ষার্থীদের দাবি, ওই ছাত্রীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তারা তদন্তপূর্বক সুষ্ঠু বিচারের দাবি জানান। এর আগে শুক্রবার রাতে সাহাপাড়ার খ্রিষ্টান আউট রিসোর্ট সেন্টার ফাউন্ডেশন অব বাংলাদেশ মিশন থেকে গ্রিলের সঙ্গে ওড়ানো প্যাঁচানো অবস্থায় রাজের রং ত্রিপুরার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। বান্দরবানের থানচি থানার কালুপাড়া গ্রামের রমেশ ত্রিপুরার মেয়ে রাজের রং ত্রিপুরা। সে ওই প্রকল্পের অধীনে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণিতে লেখাপড়া করত। স্বজনদেরও ধারণা, নির্যাতন করে তাদের মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থেকে কেশবপুর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। সার্কেল পুলিশ কর্মকর্তা ইমদাদুল হক বলেন, মেয়েটির বাবার দেওয়া অভিযোগ তারা পেয়েছেন। সেখানে নির্যাতন করে হত্যার পাশাপাশি যৌন নিপীড়নেরও অভিযোগ করা হয়েছে।

লাশের ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট এলে এ ধরনের আলামত থাকলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম