বেসরকারি মেডিকেলে ভর্তি
প্রাথমিক নির্বাচিতদের তালিকা প্রকাশ

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দেশের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিশ্চায়ন আজকের মধ্যে করতে হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে আবেদন দাখিলের পরিপ্রেক্ষিতে মেধা ও পছন্দের ভিত্তিতে কলেজভিত্তিক প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চায়ন ১৯ মার্চ শেষ হবে।
এছাড়া কোনো শিক্ষার্থী নির্ধারিত সময়ে নিশ্চায়ন না করলে আসনটি শূন্য বলে ধরে নেওয়া হবে। ভর্তি নিশ্চায়ন না করায় তাকে পরবর্তী সময়ে বেসরকারি অন্য কোনো মেডিকেল কলেজে ভর্তির জন্য বিবেচনা করা হবে না।
নিশ্চায়নের পদ্ধতি : টেলিটকের প্রিপেইড মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে MBBSGN লিখে, স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। উদাহরণস্বরূপ MBBSGN YES 456789 টাইপ করে সেন্ড করুন ১৬২২২ নম্বরে। এখানে ৪৫৬৭৮৯ হলো আগের ফিরতি এসএমএস এ পাওয়া পিন নম্বর। পিন নম্বরটি সঠিকভাবে লেখা হলে টেলিটকের প্রিপেইড মোবাইল থেকে নিশ্চায়ন ফি বাবদ ১০০ টাকা কেটে রাখা হবে এবং প্রার্থীকে ফিরতি এসএমএস এ আবেদন নিশ্চিত করা হবে।