Logo
Logo
×

খবর

উত্তরা মটরস নিয়ে এলো হাইব্রিড গাড়ি সুজুকি ভিতারা

Icon

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Hybrid প্রযুক্তির SUZUKI GRAND VITARA বাজারজাতকরণ শুরু করল উত্তরা মটরস। এক অনুষ্ঠানের মাধ্যমে গাড়িটির উদ্বোধন হয় সুজুকি কার এক্সপেরিয়েন্স সেন্টার, উত্তরা সেন্টার, তেজগাঁও, ঢাকাতে। উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান এবং পরিচালক ফাইন্যান্স ও অ্যাডমিন এবিএম হুমায়ুন কবির যৌথভাবে Hybrid প্রযুক্তির এ গাড়ির উদ্বোধন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম