Logo
Logo
×

খবর

গাড়িচাপায় ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত

চার জেলায় ঝরল আরও ৫ প্রাণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বগুড়ার শেরপুরে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা আরেকজনও গুরুতর আহত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সড়কে প্রাণ গেছে আরও ৫ জনের। তাদের মধ্যে রাজধানীতে বৃদ্ধা, টাঙ্গাইলের ধনবাড়ীতে দুজন, রাজশাহীতে কিশোর, রাজবাড়ীর পাংশায় শিশু রয়েছে। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা : মিরপুরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নিহত হালিমা বেগম পটুয়াখালীর মৃত আমজাদ হোসেনের মেয়ে। সোমবার মিরপুর-১১ নম্বরে দুর্ঘটনাটি ঘটে।

শেরপুর (বগুড়া) : কাভার্ডভ্যান চাপায় নিহত কামরুল ইসলাম শুভ ও হৃদয় সরকার দুজনই এইচএসসি পরীক্ষার্থী। এর মধ্যে শুভ বিরইল গ্রামের আব্দুল হাইয়ের ছেলে এবং হৃদয় একই গ্রামের সোলায়মান সরকারের ছেলে। গুরুতর আহত সাগর বিরইল গ্রামের শাহিনের ছেলে। তারা তিনজনেই একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। সোমবার ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের রাজাপুরে দুর্ঘটনাটি ঘটে।

মধুপুর (টাঙ্গাইল) : কাভার্ডভ্যান চাপায় নিহত ছানোয়ার হোসেন উপজেলার হাসিল গ্রামের হাসেম আলীর ছেলে এবং রিকশাচালক আব্দুল জলিল একই গ্রামের মৃত আব্দুল কদ্দুসের ছেলে। সোমবার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার ভাইঘাট বাসস্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে। নিহত হাসেম এক আত্মীয়ের জানাজা পড়তে আটোরিকশায় করে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। এ ঘটনার প্রতিবাদে গাছের গুঁড়ি ফেলে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে স্থানীয়রা।

রাজশাহী : ট্রাকচাপায় নিহত মোটরসাইকেল আরোহী তোফাজ্জল হোসেন বাগমারার ইদ্রিসিয়া কাছেমুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষার্থী। রোববার রাজশাহী-মোহনগঞ্জ সড়কের বাসুবোয়ালিয়ায় দুর্ঘটনাটি ঘটে।

রাজবাড়ী : পাংশায় ভ্যানচাপায় নিহত আয়েশা পাট্রা ইউনিয়নের পাট্রা গ্রামের আসিক বিশ্বাসের মেয়ে। সোমবার উপজেলার পাট্রা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Jamuna Electronics

Infostation
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম