বিস্ফোরক মামলার আসামি আওয়ামী লীগ নেতা
পুলিশ খুঁজে না পেলেও ডিসিকে ফুল দিলেন প্রকাশ্যে

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিস্ফোরক ও চাঁদাবাজির একাধিক মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন অপুকে খুঁজছে পুলিশ। পুলিশের খাতায় তিনি পলাতক আসামি হলেও সম্প্রতি দিনে প্রকশ্যে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ইসমাইল হোসেন অপু ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও। নাচোল থানায় তার নামে কয়েকটি মামলা থাকলেও কোনো মামলায় জামিন পাননি এখনো। এদিকে পুলিশের চোখে পলাতক থাকলেও জেলা প্রশাসককে প্রকাশ্যে ফুল দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা যায়, সোমবার সকালে ফতেপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আসেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় ‘পলাতক আসামি’ ইউপি চেয়ারম্যান অপু জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানানোর ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিএনপির কয়েকজন নেতা অভিযোগ করেছেন, বিস্ফোরক মামলার আসামিকে পুলিশ খুঁজে পাচ্ছে না, তাহলে তিনি কীভাবে প্রকাশ্যে ডিসিকে ফুল দিলেন। তবে জেলা প্রশাসকের দাবি, ওই চেয়ারম্যান ও আ.লীগ নেতা যে বিস্ফোরক মামলার আসামি, তা তিনি জানতেন না।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেক রহমান বলেন, অপু একাধিক বিস্ফোরক মামলার আসামি। অথচ পুলিশ তার খোঁজ পাচ্ছে না। বিএনপির আরেক নেতা বলেন, আ.লীগের এরকম আরও অনেক নেতা রয়েছে, যারা মামলার আসামি হয়েও নাচোলে এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
এ বিষয়ে নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ইসমাইল হোসেন অপু একটি মামলায় জামিন পেয়েছেন। তবে অন্য মামলায় জামিন পাননি। ডিসিকে ফুল দেওয়ার বিষয়ে তিনি খোঁজখবর নিচ্ছেন বলে জানান।