
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০২:১৭ এএম

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আরও পড়ুন
নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার দুপুরে শহরের বাইপাস এলাকার নওগাঁ-সান্তাহার সড়কের খলিশাকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া চার স্থানে দুর্ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্ট শ্রমিক, সোনারগাঁয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, রাজশাহীতে শিশু এবং ফরিদপুরে কৃষক রয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
নওগাঁ : নিহতরা হলেন-বগুড়ার আদমদিঘী উপজেলার ছাতনগ্রাম ইউনিয়নের কোলা পালসা গ্রামের আফাজ উদ্দিন ও তার স্ত্রী বিলকিস বানু। দুপুরে আফাজ তার স্ত্রী বিলকিসকে নিয়ে নওগাঁ শহর থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়ি বগুড়ায় যাচ্ছিলেন। খলিসাকুড়ি মোড় মজুমদার অটোরাইস মিলের সামনে পৌঁছলে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান।
সোনারগাঁ ও ফতুল্লা (নারায়ণগঞ্জ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার আষাঢ়ীয়ারচর সেতুর ওপর লরির ধাক্কায় তানভীর হাসান মজুমদার নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা অপর আরোহী তার বন্ধু ফয়সাল মিয়া গুরুতর আহত হন। মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর অনার্স ৫ম সেমিস্টারের ছাত্র ও কুমিল্লার কোতোয়ালি থানার জাকির হোসেনের ছেলে। এ ছাড়া ফতুল্লায় কাভার্ডভ্যান চাপায় গার্মেন্ট শ্রমিক যুবক হামিদুল ইসলাম নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে বাইসাইকেলে কর্মস্থলে যাওয়ার সময় চাঁনমারী-আদমজী সড়কের তল্লা এলাকায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। হামিদুল লালমনিরহাটের আদিতমারী থানার তালুকপালকি গ্রামের শহিদ উদ্দিনের ছেলে।
ফরিদপুর : মাহিন্দ্র উলটে প্রাণ হারিয়েছেন কৃষক ইদ্রিস হাজরা। সোমবার রাতে সালথা-ফরিদপুর সড়কের শোলাকুন্ড মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। ইদ্রিস সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ঝুনাখালী গ্রামের মৃত আ. লতিফ হাজরার ছেলে।
বাঘা (রাজশাহী) : বাঘায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু জামিল হোসেন মারা গেছে। মঙ্গলবার সকালে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জামিল চারঘাট উপজেলার ডাকরা পাগলপাড়া গ্রামের মুঞ্জিল হোসেনের ছেলে।