Logo
Logo
×

খবর

বগুড়ায় মাইক্রোবাস-বাইক সংঘর্ষ

ছিটকে বাসের চাকায় পিষ্ট দম্পতি

কুড়িগ্রামে ট্রাক্টর-মোটরবাইক সংঘর্ষে দুই বন্ধু নিহত * মুক্তিযোদ্ধা ও শিক্ষিকাসহ চার স্থানে ঝরল আরও ৫ প্রাণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বগুড়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়া এক দম্পতি বাসচাপায় প্রাণ হারিয়েছেন। বগুড়া সদর উপজেলার পালশা ভবেরবাজার এলাকায় কল্পনা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কাহালুতে ওষুধ কিনতে বের হয়ে ট্রাকচাপায় নিহত হয়েছেন গৃহবধূ। কুড়িগ্রামে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে পরপারে পাড়ি জমিয়েছেন দুই বন্ধু। এছাড়া চার স্থানে দুর্ঘটনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ময়মনসিংহে পথচারিসহ দুজন, ফেনীতে বীর মুক্তিযোদ্ধা এবং যশোরে নসিমনচালক ও জয়পুরহাটে শিক্ষিকা রয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বগুড়া : নিহতরা হলেন- বগুড়া শহরের উত্তর কাটনারপাড়া করোনেশন স্কুল লেনের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মোটরসাইকেল আরোহী সাইদুল ইসলাম সজল ও তার স্ত্রী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের স্টাফ হোসনে আরা। সজল স্ত্রী হোসনে আরাকে তার কর্মস্থল শজিমেক হাসপাতালে মোটরসাইকেলে রাখতে যাচ্ছিলেন। পথে ওই স্থানে পৌঁছালে মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষে সজল ও হোসনে আরা সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছনে থাকা ঢাকাগামী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই সজলের মৃত্যু হয়। আহত হোসনে আরাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। সজল বগুড়া শহরের নামাজগড় এলাকায় এলপি গ্যাস ও অন্যান্য পণ্যের ব্যবসা করতেন। এছাড়া কাহালুতে ওষুধ কিনতে এসে রাস্তা পারের সময় ট্রাকচাপায় গৃহবধূ বুলবুলি আকতার নিহত হয়েছেন। তিনি কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের শিলকওর পশ্চিমপাড়ার আবদুল হাকিমের স্ত্রী। রোববার উপজেলার বিবিরপুকুর বাজার এলাকায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

উলিপুর (কুড়িগ্রাম) : উলিপুরে মোটরসাইকেল-ট্রাক্টরের সংঘর্ষে কলেজ শিক্ষার্থী সৌরভ মিয়া ও প্লাবন আহম্মেদ নিহত হয়েছেন। রোববার দুপুরে কুড়িগ্রাম-চিলমারী সড়কের নিরাশিরপাথার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্লাবন উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম এলাকার বকিয়ত উল্যার ছেলে এবং সৌরভ একই ইউনিয়নের খামার ঢেঁকিয়ারাম এলাকার বক্কর মিয়ার ছেলে। তারা উভয়ে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। মোটরসাইকেলে দুই বন্ধু চিলমারী থেকে উলিপুরে আসছিলেন।

ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় দুর্ঘটনায় নিহতরা হলেন- ত্রিশাল গুজিয়ামের ইয়াহিয়ার ছেলে পথচারী আল আমিন এবং ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের সাতেঙ্গা গ্রামের উমান প্রবাসী সুরুজ মিয়ার ছেলে মোটরসাইকেলচালক উবায়দুল ইসলাম। রোববার ভালুকা সরকারি কলেজ এলাকায় এবং আগেরদিন সন্ধ্যায় ভালুকা পৌরসভার মল্লিকবাড়ি মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে।

সোনাগাজী (ফেনী) দক্ষিণ : সোনাগাজীতে মোটরসাইকেল চাপায় বীর মুক্তিযোদ্ধা মনির আহমদের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার নবাবপুর ইউনিয়নের সফরাবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি নিজ বাড়ি থেকে হেঁটে স্থানীয় নবাবপুর বাজারের দিকে যাচ্ছিলেন।

অভয়নগর (যশোর) : অভয়নগরে বাসের ধাক্কায় নসিমনচালক মোস্তফা সরদারের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের নিটল টাটা অফিসের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মোস্তফা প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের রেজাউল সরদারের ছেলে।

ক্ষেতলাল (জয়পুরহাট) : ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষিকা মালেকা বানুর মৃত্যু হয়েছে। রোববার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার তিনি দুর্ঘটনার কবলে পড়েন। তিনি ক্ষেতলাল উপজেলার ফুলদিঘি হাট চশমায়ে উলুম ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম