Logo
Logo
×

খবর

বালুঘাট দখল নিয়ে দ্বন্দ্ব

ভূঞাপুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৩

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইলের ভূঞাপুরে বালুঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১৪ জনের নামে থানায় অভিযোগ করা হয়েছে। শনিবার বিকালে সংঘর্ষে ১৩ জন আহত হন। রোববার স্থানীয় গোলাম সরোয়ার বাদী হয়ে উপজেলার নিকরাইল ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল লতিফ শেখ, পলশিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন আলী, বিএনপি নেতা মর্তুজ আলী, লোকমান, মুন্নাফ, সজিব, সবুজ, আবু বক্করসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, নিকরাইলের বাগানবাড়ি এলাকার অবৈধ বালুঘাট নিয়ে স্থানীয় বিএনপি নেতা আব্দুল লতিফ ও রিপন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্ব দূর করতে শনিবার বিকালে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের একপর্যায়ে অভিযুক্ত ১৪ জন তাদের লোকজনের ওপর হামলা করে। এতে রফিক, মাফি ও মান্নান গুরুতর আহত হন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় উভয় পক্ষের আরও প্রায় ১০ জন আহত হন।

হামলায় আহত রফিক বলেন, নিজের জমির মধ্যে বালুর ঘাটের রাস্তা তৈরি করছিলাম। এ সময় পলশিয়ার লোকমান ও হোসেনের লোকজন এসে হামলা করে মারধর করে। বিষয়টি মীমাংসার জন্য বিএনপি নেতারা সালিশ ডাকেন। সালিশে মীমাংসা না হওয়ায় তারা আবারও আমাদের ওপর হামলা করে।

নিকরাইল ইউনিয়ন বিএনপির সদস্য রফিকুল ইসলাম রিপন বলেন, বিএনপির নেতারা মীমাংসার জন্য বসলেও লতিফ ও হোসেনের লোকজন অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অনেকেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় বড় ভাই গোলাম সরোয়ার বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।

এ বিষয়ে আমরা আইনের আশ্রয় নেব। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম