Logo
Logo
×

খবর

সন্তানের অবহেলা

নগরকান্দায় ছাগলের ঘরে মায়ের স্থান!

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নিজ ঘরে ঠাঁই হয়নি ৮০ বছর বয়সি সবজান খাতুনের। বৃদ্ধ মাকে সেবাযত্ন করতে কষ্ট। তাই ছেলে আবুল কালাম ও পুত্রবধূ মিলে তাকে ছাগল পালনের ঘরে রেখে দিয়েছেন। সেই ঘরটি আবার তালাবদ্ধ করে রাখা হয়। যাতে বিষয়টি অন্য কারও নজরে না পড়ে। এই অমানবিক কাণ্ডটি ঘটে চলেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহিদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রামে। সবজান ওই গ্রামের মৃত হামিদ শেখের স্ত্রী।

স্থানীয়রা জানান, নানারকম মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার সবজান। তাকে ঠিকমতো পরিচর্যা না করে সবসময় ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখা হয়। বৃদ্ধা মাকে কেন অবরুদ্ধ রেখেছেন, এই প্রশ্ন করা হলে আবুল কালাম বলেন, আমার মাকে আমি যা ইচ্ছা করব, তাতে কার কি?

এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির যুগান্তরকে বলেন, আমি সরেজমিন গিয়ে দেখব এবং অসহায় বৃদ্ধাকে সহযোগিতার জন্য যা যা করণীয়, তাই করব। অভিযোগ প্রমাণিত হলে আবুল কালামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম