Logo
Logo
×

খবর

মব’র শিকার পুলিশ কর্মকর্তা

চট্টগ্রামে আরও ১০ জন গ্রেফতার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় এক পুলিশ কর্মকর্তাকে মারধর করার ঘটনায় আরও ১০ জনকে গ্রেফতার করেছে পতেঙ্গা থানা পুলিশ। শনিবার রাতভর নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গত শুক্রবার রাতে দায়িত্বপালনকালে পতেঙ্গা থানার পুলিশ কর্মকর্তাকে মারধর এবং ওয়াকিটকি, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় এ পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে গ্রেফতার ১০ জন হলেন- গনপতি, হামিদুর রহমান, রোহান, আরিফ প্রমাণিক, রাব্বি, শুভ, জীবন, রুমেল, রেজাউল করিম ও সিয়াম শেখ।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা পতেঙ্গা সী বিচে ত্রাস সৃষ্টি করে এসআই ইউসুফ আলীকে হেনস্তাসহ মোবাইল ফোন এবং ওয়াকিটকি ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িত। এছাড়াও তারা মাদক সেবন ও ছিনতাইয়ে জড়িত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম