Logo
Logo
×

খবর

ফেনীতে সড়কে প্রাণ গেল ছয়জনের

ধামরাইয়ে ঝরল স্বামী-স্ত্রীসহ তিনজনের প্রাণ * বাবা-ছেলেসহ সড়ক দুর্ঘটনায় নিহত আরও সাত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফেনীতে সড়কে প্রাণ গেল ছয়জনের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর হাফেজিয়া এলাকায় সোমবার রাত পৌনে ৮টায় কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে ৬ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। ঢাকার ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে স্বামী-স্ত্রী ও এক মানসিক ভারসাম্যহীনের। এছাড়া পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় আরও সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে পিরোজপুরের নাজিরপুরে বাবা-ছেলে, কুষ্টিয়ার দৌলতপুরে স্কুলছাত্র, নাটোরের বড়াইগ্রামে পিকআপ চালক, মুন্সীগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেল চালক ও আরোহী এবং গোপালগঞ্জের মুকসুদপুরে সাংবাদিক রয়েছেন। মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় ৫টি যানবাহনের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ফেনী : ফেনীর সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন-ভোলার মনপুরা থানার হাজীরহাট এলাকার মো. ফারুকের ছেলে মো. আরিফ, একই থানার হাজীরহাট ইউনিয়নের চর ফয়জুদ্দিন গ্রামের নুর আলমের ছেলে মহিউদ্দিন, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বলই বুনিয়া ইউনিয়নের চোলম বাড়িয়া এলাকার সাবুল শেখের ছেলে নাজমুল শেখ। নিহত অন্য তিনজনের এখনো নাম-পরিচয় জানা যায়নি। নির্মাণ শ্রমিকদের (রাজমিস্ত্রি) বহন করা একটি পিকআপ ফেনীর উদ্দেশে আসছিল। মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদ্রাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মহিউদ্দিনের মৃত্যু হয়েছে।

ধামরাই (ঢাকা) : ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি এলাকায় রোববার রাতে অজ্ঞাত পরিবহণ চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী দম্পতি। তারা হলেন-বাবুল হোসেন তার স্ত্রী শারমিন আক্তার। এই দম্পতি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাসিন্দা। তারা ধামরাইয়ে মাহমুদা অ্যাটায়ার্স লিমিটেড নামে একটি পোশাক কারখানায় শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন।

এর আগে রাত ৯টার দিকে মহাসড়কের বালিথা এলাকায় অজ্ঞাত পরিবহণের চাপায় সুভাস লৌহকার নামে এক পথচারী নিহত হন।

নাজিরপুর (পিরোজপুর) : পিরোজপুরের নাজিরপুরে বাস দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হয়েছেন। সোমবার সকালে পিরোজপুর-ঢাকা মহাসড়কের নাজিরপুরের রুহিতলাবুনিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা ও তার ছেলে ইয়াত মোল্লা। ওই দিন সকালে ঢাকাগামী ইমাদ পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহন করা ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা ৩ জন গুরুতর আহত হন। পরে হাসপাতালে ওই বাবা-ছেলে মারা যান।

গজারিয়া (মুন্সীগঞ্জ): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অন্য আরোহী। সোমবার রাত সাড়ে ৭টায় মহাসড়কের বাউশিয়া অংশের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার মধ্যে বাউশিয়া গ্রামের আবদুল সাত্তারের ছেলে মো. সজিব ও পোড়াচক বাউশিয়া গ্রামের সেলিম মৃধার ছেলে মো. নাঈম মৃধা। এছাড়া অপর আরোহী মো. হামজা চিকিৎসাধীন রয়েছেন। তিন বন্ধু মোটরসাইকেলযোগে ভবেরচর আসার পথে ঢাকামুখী লেনের মানাবে ওয়াটার পার্কের সামনে ইউটার্নে অজ্ঞাত যাত্রীবাহী মিনিবাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

দৌলতপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুরে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ ট্রলির ধাক্কায় শাকিব হোসেন নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের কৈপাল হিসনাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। শাকিব উপজেলার শালিমপুর গ্রামের আকবর মন্ডলের ছেলে।

বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে পিকআপ ও অপর এক ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন। সোমবার নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এ ঘটনা ঘটে। তার নাম নাহিদ হোসেন। তিনি নওগাঁ সদর উপজেলার ভবানীপুর ডানা পার্ক এলাকার শাহিন আলমের ছেলে। 

টেকেরহাট (মাদারীপুর) : গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মো. রফিকুল ইসলাম নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ভাঙ্গাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রফিকুল ইসলাম উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঘেচুয়া গ্রামের মৃত ফায়েক মুন্সীর ছেলে। তিনি দৈনিক ৭১ বাংলাদেশ নামের একটি পত্রিকায় ভ্রাম্যমাণ প্রতিনিধি ছিলেন।

মুন্সীগঞ্জ : সোমবার সকালে এক্সপ্রেসওয়ের কামাড়খোলা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকালে কামাড়খোলা এলাকায় ঘনকুয়াশায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে পেছন দিক দিয়ে কার্ভাডভ্যান ধাক্কা দেয়। এ সময় একই লেনে পেছনে আসা ২টি বাসসহ অপর আরেকটি যানবাহনও ধাক্কা দেয়।


Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম