Logo
Logo
×

খবর

সংবাদ সম্মেলনে অভিযোগ

রাজশাহীতে লিজ নেওয়া জমি দখল করে বিক্রি

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজশাহীতে লিজ নেওয়া জমি দখল করে বিক্রি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষক জুলহাস উদ্দিন সোমবার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। জুলহাসের বাড়ি নগরীর শাহমখদুম থানার বড় বনগ্রাম কুচপাড়া মহল্লায়।

জুলহাস জানান, বড় বনগ্রাম কুচপাড়ার ৮২ নম্বর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ১০৫ শতাংশ জমি ১৯৭৮ সালে তার বাবা মৃত মুসলেম উদ্দিন সরকারের কাছ থেকে ৯৯ বছরের জন্য লিজ নেন। তার বাবার মৃত্যুর পর থেকে জুলহাস ও তার দুই ভাই এবং দুই বোন জমিটি ভোগদখল করে আসছেন। এই জমিতে চাষাবাদ করেই তাদের পাঁচটি সংসার চলে।

তিনি বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই জমিতে চোখ পড়ে এলাকার বিএনপি কর্মী আমজাদ আলী, তার ভাই আজাদ আলী, এলাকার বাসিন্দা সাদেরুল, মো. শাকিব, মো. সেলিম, মো. শফি ও ইনছার আলীর। তারা জমিতে থাকা আনুমানিক ৯ থেকে ১০ লাখ টাকার বাঁশ, কলাসহ বিভিন্ন ফসলের গাছ কেটে ফেলেছেন। শুধু তাই নয়, জমিটি দখলে নিয়ে প্লট আকারে পানির দরে বিক্রি করছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আজাদ আলী বলেন, ওই জমি খাস। জুলহাস জমির কাগজ দেখাতে পারবে না। খাস জমি বলে বস্তির লোকজন দখলে নিচ্ছে বাড়ি করবে বলে। আমি এ বিষয়ে কিছু জানি না। আমরা ওই জমিতে কখনো যাইনি। আজাদ দাবি করেন, তিনি এবং তার ভাই কোনো দল করেন না। তাদের দলীয় কোনো পরিচয় নেই। জুলহাসকে বিএনপি কার্যালয়ে ডেকে নেওয়ার কথাও সঠিক নয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম