Logo
Logo
×

খবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা, আলটিমেটাম

লক্ষ্মীপুরে ২৮ জনের পদত্যাগ

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ২৮ জন পদত্যাগ করেছেন। একইসঙ্গে বহিরাগতদের মূল পদ থেকে বাদ দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি দিতে আলটিমেটাম দিয়েছে পদত্যাগকারীরা। তা না হলে তারাই আন্দোলনের সঙ্গে জড়িতদের নিয়ে নতুন কমিটি গঠন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার লক্ষ্মীপুর প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রদের একাংশ সংবাদ সম্মেলন করে পদত্যাগ ও আলটিমেটামের এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিম আসাদ, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান নিরব, মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ। তারা বলেন, বহিরাগত কাউকেই আহ্বায়ক-সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে রাখা যাবে না। নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসাইন নোয়াখালীর বাসিন্দা। তাকে আহ্বায়ক পদ থেকে সরিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি দিতে হবে। তা না হলে আন্দোলনের সঙ্গে জড়িত স্থানীয় ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে।

নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসেন বলেন, পদত্যাগকারীদের বিষয়ে আপাতত কোনো বক্তব্য নেই। পরবর্তীতে এ নিয়ে গণমাধ্যমে বিবৃতি দেওয়া হবে।

প্রসঙ্গত, রোববার রাতে ৬ মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৩৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। এতে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেনকে আহ্বায়ক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. শাহেদুর রহমান রাফিকে সদস্য সচিব, মুখ্য সংগঠক পদে রোকেয়া এন ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ ও মুখপাত্র পদে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. বায়েজিদ হোসাইনকে মনোনীত করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম