Logo
Logo
×

খবর

গফরগাঁওয়ে ইউএনও-জনতা মুখোমুখি

কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

Icon

ময়মনসিংহ দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের গফরগাঁওয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া ইয়াসমিনের অপসারণ ও তার অনিয়ম, দুর্নীতির বিচার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। আবার ইউএনও’র বিরুদ্ধে ষড়যন্ত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে সোমবার মানববন্ধন করেছেন উপজেলার বিভিন্ন দপ্তরের শতাধিক কর্মকর্তা-কর্মচারী। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিনা ভোটের নির্বাচনে ইউএনও রুবাইয়া ইয়াসমিনের প্রশ্নবিদ্ধ ভূমিকার ভিডিওসহ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডে তার অনিয়ম-দুর্নীতর কথা উল্লেখ করে এবং ইউএনও’র অপসারণ চেয়ে রোববার থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করেন উপজেলার বিভিন্ন মানুষ। এর প্রতিবাদে উপজেলা প্রশাসনের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা পরিষদের সামনে উপজেলা পরিষদের ব্যানারে সোমবার মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন-সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন প্রমুখ।

সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি বলেন, ইউএনও স্যারের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তবে কি ধরনের ষড়যন্ত্র হচ্ছে এ বিষয়ে তিনি অবগত নন জানিয়ে বলেন এ ব্যাপারে ইউএনও স্যার বিস্তারিত বলতে পারবেন।

ইউএনও রুবাইয়া ইয়াসমিন কোনো ধরনের বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম