পাংশায় সড়কে ২ বন্ধু নিহত
যুবদল নেতাসহ ৯ স্থানে ঝরল আরও ১১ প্রাণ

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে দুই বন্ধু প্রাণ হারিয়েছেন। বুধবার বিকালে উপজেলার লাঙ্গলবাধ সড়কের মৌরাট ইউনিয়নের রুপিয়াট মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া নয় স্থানে আরও ১১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার ধামরাইয়ে এনজিও কর্মী, ফরিদপুরে দুই যুবক, চট্টগ্রামে আরোহীসহ দুজন, চুয়াডাঙ্গায় যুবদল নেতা, গোপালগঞ্জে রাজমিস্ত্রি, বগুড়ায় যাত্রী এবং সুনামগঞ্জে বৃদ্ধ, মাদারীপুরে নসিমনচালক ও নরসিংদীতে শিক্ষার্থী রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ধামরাই (ঢাকা) : ধামরাইয়ে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনায় এনজিওকর্মী মোহাম্মদ আলী আজগর মারা গেছেন। বুধবার ধামরাইয়ের ঢুলিভিটা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের ভারারিয়া এলাকায় মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে তিনি প্রাণ হারান। আজগর উপজেলার সূতিপাড়া গ্রামের নুরুল হক মাস্টারের ছেলে।
রাজবাড়ী : নিহতরা হলেন-উপজেলার সরিষা ইউনিয়নের শরিফুল ইসলামের ছেলে শুভ ও মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের মিলনের ছেলে নিলয়। তিন বন্ধু মোটরসাইকেলে স্থানীয় বৃত্তিডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে ওই স্থানে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শুভ ও নিলয়কে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর : ট্রাক-অটোবাইক সংঘর্ষে নিহতরা হলেন-সদর উপজেলার খলিল মন্ডলের হাট এলাকার আলী পাট্টাদারের ছেলে হাসেম ও লালমিয়া শেখের ছেলে লাভলু। বুধবার ফরিদপুর শহরের চুনাঘাটা বেড়িবাঁধ ব্রিজ এলাকায় তারা দুর্ঘটনার কবলে পড়েন।
রাঙ্গুনিয়া ও মীরসরাই (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়ায় জিপগাড়ি-অটো সংঘর্ষে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের কালুগোট্টা এলাকার হোসেনের ছেলে বৃদ্ধ মোহাম্মদ ফোরকানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মরিয়মনগর ইউনিয়নের চৌমুহনী বৌদ্ধ বিহারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী আক্তার হোসেন নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আক্তার উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের মরহুম রবিউল হোসেনের ছেলে।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা রাশেদুজ্জামান হিরো নিহত হয়েছেন। বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। সোমবার রাতে দর্শনা-মজিবনগর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। তিনি দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি আনন্দবাজার পাড়ার আসাদুল হকের ছেলে ও ইউনিয়ন যুবদল নেতা।
কাশিয়ানী (গোপালগঞ্জ) : কাশিয়ানীতে বাসের ধাক্কায় বৃদ্ধ রাজমিস্ত্রি হাসমত শেখের মৃত্যু হয়েছে। বুধবার ভাটিয়াপাড়া-ব্যাসপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার খায়েরহাট বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসমত উপজেলার সাজাইল ইউনিয়নের ডাঙ্গা মাজড়া গ্রামের মৃত ফজলু শেখের ছেলে।
বগুড়া : নন্দীগ্রামে বাসের ধাক্কায় ভ্যান যাত্রী আবুল হোসেন নিহত হয়েছেন। বুধবার উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার কাথম গ্রামের রহমতুল্লাহর ছেলে।
জগন্নাথপুর (সুনামগঞ্জ) : জগন্নাথপুরে দুই অটোর সংঘর্ষে বৃদ্ধ যাত্রী হবিগঞ্জ সদর থানার উমেদ নগর গ্রামের রায় মোহন রায়ের ছেলে রাকেশ রায় মারা গেছেন। বুধবার পাগলা-জগন্নাথপুর-আউশকান্দী আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর অংশের গন্ধবপুর শেখপাড়া মার্কেটের সামনে দুর্ঘটনাটি ঘটে।
শিবচর (মাদারীপুর) : শিবচরে ট্রাকচাপায় নসিমনচালক সাগর সরদার নিহত হয়েছেন। বুধবার উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের নদীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাগর শরীয়তপুরের পালং উপজেলার রুদ্রকর গ্রামের কুদ্দুস সরদারের ছেলে।
মনোহরদী (নরসিংদী) : মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী হিমেল নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার কাচিকাটা ইউনিয়নের শেখের বাজারের এ দুর্ঘটনায় ঘটে। হিমেল উপজেলার গোতাশিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের সুলতান উদ্দিনের ছেলে।