Logo
Logo
×

খবর

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা

সিএমপির সাবেক কমিশনার সাইফুলসহ গ্রেফতার ৩

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনারসহ পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে রাজধানীসহ বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গ্রেফতার তিন পুলিশ কর্মকর্তা হলেন-সিএমপি’র সাবেক কমিশনার সাইফুল ইসলাম, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমন ও ডিএমপির বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে রাজধানী থেকে চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত হওয়ার ঘটনায় চট্টগ্রামের চান্দগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হৃদয় চন্দ্র তরুয়া হত্যা মামলায় সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বিকালে আদালতে পাঠানো হলে রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ নির্দেশ দেন।

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকার ডিবির একটি দল তাকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসে। পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) সারোয়ার জাহান বলেন, মঙ্গলবার রাতে ঢাকা থেকে ডিবির টিম এসে এসপি তানভীর সালেহীন ইমনকে নিয়ে গেছে।

শেখ হেলালের পিএস সোহেল রিমান্ডে : রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ-সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী (পিএস) হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদের চারদিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বুধবার ঢাকার হাকিম আদালত এ আদেশ দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম