Logo
Logo
×

খবর

১০ দিনের মধ্যে কমবে সয়াবিন তেলের দাম: বাণিজ্য উপদেষ্টা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, বাজারে ভোজ্যতেলের সরবরাহে স্বল্পতা রয়েছে। তবে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এ ঘাটতি দূর হবে। তখন তেলের দাম কমে আসবে। আসন্ন রোজায় নিত্যপণ্যের ঘাটতি থাকবে না। বুধবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানের বর্তমান শ্রম পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শ্রম ও নৌপরিবহণ বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন বলেন, বাজারে রমজানের সব পণ্য যেমন- খেঁজুর, ছোলা, ডাল, চিনির পর্যাপ্ত মজুদ আছে। তবে শুধু তেলের ক্ষেত্রে সমস্যা বিরাজ করছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিুমুখী হবে এবং সরবরাহের ঘাটতি দূর হবে। তিনি আরও বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে পামওয়েল বিক্রি হচ্ছে। সয়াবিনের চাহিদা পূরণে এটি কিছুটা সাহায্য করছে।

পরিশোধনকারী কোম্পানিগুলো প্রয়োজনের থেকেও অতিরিক্ত তেল বাজারে সরবরাহ করছে উল্লেখ করে বশির উদ্দীন বলেন, কোম্পানিগুলোকে এককভাবে দায়ী করার সুযোগ সম্ভবত নেই। গণমাধ্যমে তেল সংকটের সংবাদ হলে পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা মজুদে অনুপ্রাণিত হয়। রমজানকে সামনে রেখে অন্য কোনো পণ্যের সংকট নেই জানিয়ে তিনি বলেন, পণ্যের দাম এখন যা আছে রোজার সময় তা আরও কমবে বলে আশা করছি। এসব পণ্য নিয়ে কোনো অস্থিরতা দেখি না।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বিভিন্ন ধরনের নিত্যপণ্য নিয়ে অনেকগুলো জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষা করছে।

তবে লাইটারেজ জাহাজের অভাবে সেগুলো খালাস হচ্ছে না। বেক্সিমকোর শ্রমিকদের বিষয়ে তিনি বলেন, শ্রমিকদের দায়-দেনা কতটুকু আছে, অর্থসংস্থান কিভাবে হবে তা নির্ধারণ করতে নতুন প্রশাসনকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সেখানে ২৭ হাজারের বেশি শ্রমিক রয়েছেন। কত টাকা লাগবে তা হিসাব করা হয়নি। তিনি আরও বলেন, বেক্সিমকোর শ্রমিকরা দক্ষ-তারা বেকার হবেন না। আমরা এত সংখ্যক লোককে বেকার থাকতে দিতে পারি না, কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। এটা নিয়ে ইপিজেড ও বিডার (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) মাধ্যমে কাজ হচ্ছে।

আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু : বুধবার সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চারদিনব্যাপী আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে বশির উদ্দিন বলেন, পণ্য রপ্তানির সম্ভাবনাকে বৈচিত্র্যময় করার যে আকাক্সক্ষা সরকারের রয়েছে, প্লাস্টিক পণ্য সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য প্রয়োজন বাস্তবতার নিরিখে নীতি প্রণয়ন। এর মাধ্যমে আমরা খারাপ প্লাস্টিককে (পলিথিন ব্যাগ) রহিত করব এবং ভালো প্লাস্টিকের সঙ্গে বাস করব।

এবারের মেলায় ৮০০টিরও বেশি স্টল রয়েছে। যেখানে ১৮টি দেশ থেকে ৩৯০টিরও বেশি ব্রান্ড অংশ নিচ্ছে। চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, যুক্তরাজ্যসহ অন্যসব দেশের কোম্পানিগুলো মেশিনারি ও প্রযুক্তি প্রদর্শন করছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম