মেরিন ইঞ্জিনিয়ারসহ সড়কে ঝরল ১৩ প্রাণ
দুর্ঘটনায় আহত অন্তত ২০ জন

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ও আগের দিন এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রাজধানীতে পথচারী, ঢাকার ধামরাই ও চট্টগ্রামে দুই শিক্ষার্থী, গোপালগঞ্জে দুই বন্ধুসহ তিনজন, সিরাজগঞ্জে প্রকৌশলী, টাঙ্গাইলে শিক্ষক, ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর, জয়পুরহাটে যাত্রী, গাজীপুরে আরোহী, বগুড়ায় শিশু এবং ঝালকাঠিতে পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ঢাকা ও ধামরাই : কাকরাইলে বাসের ধাক্কায় বৃদ্ধ পথচারী বাবুল ঘোষের মৃত্যু হয়েছে। তিনি দোকানের কর্মচারী ছিলেন। বৃহস্পতিবার রাতে কাকরাইল মোড়ে রাস্তা হওয়ার সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। বাবুল ঘোষ পুরান ঢাকার তাঁতিবাজার গোয়ালনগর এলাকায় থাকতেন। তার বাবার নাম লক্ষণ ঘোষ। এছাড়া ধামরাইয়ে পিকআপ চাপায় স্কুলছাত্র শুভঙ্করের মৃত্যু হয়েছে। সন্ধ্যায় উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। শুভঙ্কর সুয়াপুর বাজার এলাকার বাবু নালের ছেলে।
গোপালগঞ্জ : নিহতরা হলেন সদর উপজেলায় বাস-ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে অজ্ঞাতনামা একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোষগাতি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের ইরাজ খানের ছেলে ওয়ালিদ খান ও হুমায়ুন মোল্লার ছেলে সিয়াম মোল্লা। তারা কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি এসকে কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী।
বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) : এনায়েতপুরে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন মেরিন ইঞ্জিনিয়ার শামীম হোসেন। বৃহস্পতিবার সকালে এনায়েতপুর কেজি মোড় এলাকায় সিলিকা স্কুলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। শামীম টাঙ্গাইল সদরের বেতরাইল ছিলিমপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি শ্বশুরবাড়ি বেলকুচি থেকে বৃহস্পতিবার ভোরে এনায়েতপুর হাসপাতাল এলাকায় এসেছিল। কাজ শেষে মোটরসাইকেলে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।
ফটিকছড়ি : ফটিকছড়িতে স্কুল থেকে ফেরার পথে অটো-ট্রাক্টর সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী তানিয়া আক্তারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাঞ্চননগরের সেয়ানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তানিয়া ১নং ওয়ার্ডে ধুরং ফিরানী এলাকার জামাল উদ্দিনের মেয়ে এবং কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসএসি পরীক্ষার্থী ছিল।
কালিহাতী (টাঙ্গাইল) : কালিহাতীতে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক ইব্রাহীম খলিল মারা গেছেন। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ লিংক রোড কালিহাতীর রাজাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইব্রাহীম ঘাটাইল উপজেলার কদমতলী গ্রামের মৃত ইনতাজ আলী সরকারের ছেলে এবং কালিহাতীর সয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
ব্রাহ্মণবাড়িয়া : অটো উলটে কিশোর বায়জিদ মিয়ার মৃত্যু হয়েছে। বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদরের কুমিল্লা-সিলেট মহাসড়কে মল্লিকা সিএনজি গ্যাস পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাট: আক্কেলপুরে বাসচাপায় ভ্যানযাত্রী আসলাম সরদার নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার আক্কেলপুর-বগুড়া সড়কের উপজেলা পরিষদসংলগ্ন কেজি স্কুল গেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। আসলাম আক্কেলপুর পৌর শহরের শান্তা মহল্লার মৃত কফিল সরদারের ছেলে।
টঙ্গী পশ্চিম (গাজীপুর) : টঙ্গীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল কাইয়ুম নিহত হয়েছেন। বুধবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হোসেন মার্কেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কাইয়ুম নেত্রকোনার কেন্দুয়া থানার দুব্বাস মিয়ার ছেলে।
বগুড়া : অটোরিকশা দুর্ঘটনায় শিশু হুমায়রার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের মালতিনগর শান্তিবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হুমায়রা বগুড়া শহরের মালতিনগর শান্তিবাগ এলাকার সুলতান আহমেদের মেয়ে।
নলছিটি (ঝালকাঠি) : নলছিটিতে ট্রাক-অটো সংঘর্ষে লেবুখালী সিএমএইচের বেসামরিক পরিচ্ছন্নতাকর্মী বাকিয়ার মোল্লা প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার ভোরে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক সড়কে উপজেলার ভরতকাঠি গ্রামের দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।