Logo
Logo
×

খবর

ধামরাইয়ে সড়কে চার পোশাক শ্রমিক নিহত

স্ত্রীর লাশ নিয়ে ফেরার পথে স্বামীও পরপারে ১২ স্থানে ঝরল আরও ১৪ প্রাণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ধামরাইয়ে সড়কে চার পোশাক শ্রমিক নিহত

ঢাকার ধামরাইয়ে তৈরি পোশাক কারখানার শ্রমিকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। স্ত্রীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স খাদে পড়ে পরপারে পাড়ি জমিয়েছেন স্বামী ফাহাদুর রহমান ফরিদ। বুধবার সকালে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বালিথা একেএইচ পোশাক কারখানার সামনে দুর্ঘটনাটি ঘটে। এছাড়া ১২ স্থানে সড়ক দুর্ঘটনায় আরও ১৪ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল চালক, জামালপুরে পথচারী, নারায়ণগঞ্জে চালক, মুন্সীগঞ্জে যুবক, গাইবান্ধায় অজ্ঞাতনামা ব্যক্তি, ফরিদপুরে গণমাধ্যমকর্মী, বগুড়ায় শিক্ষার্থী, দিনাজপুরে বৃদ্ধ, জয়পুরহাটে মুসল্লি এবং ভোলায় শিশুসহ দুজন, পাবনায় দুজন ও ময়মনসিংহে কৃষক দল নেতা রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা উত্তর ও ধামরাই : তৈরি পোশাক কারখানার শ্রমিকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চার পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বুধবার রাত সাড়ে ৯টায় ধামরাইয়ের কালামপুর-টাঙ্গাইল সড়কের সানোড়া ইউনিয়নের খাগুর্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে পুলিশ নিশ্চিত করলেও তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের দুনিগ্রাম এলাকার খবুর উদ্দিনের মেয়ে নিপা আক্তার ও একই ইউনিয়নের বড় জেঠাইল পশ্চিমপাড়ার জাহাঙ্গীর নিহত হয়েছেন। 

এছাড়া ধামরাইয়ের বালিথা এলাকায় নিহত ফরিদের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ধানকোড়া গ্রামে। তার স্ত্রী আসিয়া সুলতানা মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। স্ত্রীর লাশ অ্যাম্বুলেন্সে বাসায় ফিরছিলেন তিনি। পথে ওই স্থানে পৌঁছালে অ্যাম্বুলেন্সের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ির ভেতর থেকে স্ত্রীর লাশের সঙ্গে স্বামীর লাশও উদ্ধার করে। 

বকশীগঞ্জ (জামালপুর) : বকশীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারি আবদুল কুদ্দুস হিলি নিহত হয়েছেন। হিলি বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া গ্রামের বাসিন্দা। 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : পূর্বাচলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক আব্দুর রহিম নিহত হয়েছেন। বুধবার কুড়িল-কাঞ্চন সেতু সড়কের সুলপিনা ভুঁইয়া বাড়ি ব্রিজে দুর্ঘটনাটি ঘটে। রহিম ভোলার বাংলাবাজার থানার জয়নগর এলাকার আবু সিদ্দিক মিয়ার ছেলে। তিনি ঢাকার উত্তর বাড্ডায় পরিবার নিয়ে থাকতেন।

শ্রীনগর (মুন্সীগঞ্জ) : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক ফাহাদের মৃত্যু হয়েছে। বুধবার কেয়টখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফাহাদ উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালী গ্রামের আব্দুল লতিফের ছেলে। 

গাইবান্ধা : গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। 

ফরিদপুর ও ভাঙ্গা : ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় মিরান মাতুব্বর নিহত হয়েছেন। মিরান উপজেলার পশ্চিম আলগী গ্রামের আমির মাতুব্বরের ছেলে ও ভাঙ্গা প্রেস ক্লাবের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। 

বগুড়া : গাবতলীতে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষার্থী আহসান হাবীব নিহত হয়েছেন। হাবীব কোলারবাড়ি গ্রামের গোলাম কিবরিয়া মিন্টুর ছেলে। 

ঘোড়াঘাট ও হাকিমপুর (দিনাজপুর) : ঘোড়াঘাটে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধ ইউসুফ আলী নিহত হয়েছেন। ইউসুফ উপজেলার কুচেরপাড়া গ্রামের নূর বক্কর মিয়ার ছেলে। 

পাঁচবিবি (জয়পুরহাট) : পাঁচবিবি উপজেলার দরগাপাড়ায় ট্রাকের ধাক্কায় মুসল্লি আফতাব উদ্দিনের মৃত্যু হয়েছে। 

ভোলা ও লালমোহন : লালমোহন উপজেলায় অটোর ধাক্কায় শিশু সিফাত হোসেনের মৃত্যু হয়েছে। সিফাত এলাকার পানাউল্যাহ হাওলাদার বাড়ির টিটব হাওলাদারের ছেলে। এদিকে দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশিকুর হাসান রাকিব বুধবার মারা গেছেন। রাকিব জামিরালতা রফিকুল ইসলামের ছেলে। 

পাবনা : বেড়া উপজেলায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহতরা হলো-আমিনপুর এলাকার নয়াবাড়ী গ্রামের শহিদুলের ছেলে মোটরসাইকেল চালক পরশ ও সিন্দুরিয়া গ্রামের মন্টুর ছেলে ইজিবাইক চালক পুষ্প। পরশ পাবনা সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

গৌরীপুর (ময়মনসিংহ): গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় কৃষকদল নেতা শেখ রাসেল মিয়া নিহত হয়েছেন। বুধবার রাতে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।


Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম