লাশ পাওয়া গেল পুকুরে
বগুড়ায় শিশুকন্যা নিখোঁজের পর মুক্তিপণ দাবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বগুড়ায় বাড়ির পাশ থেকে নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশু আরবী আকতারের (৭) লাশ পুকুরে পাওয়া গেছে। মঙ্গলবার সকালে বাড়ির পাশে খেলার সময় শিশুটি নিখোঁজ হয়। বুধবার সকালে সদর উপজেলার গোকুল সরকারপাড়া গ্রামে বাড়ির কাছে পুকুরে জাল ফেলে লাশ উদ্ধার করা হয়। সদর থানার পরিদর্শক (তদন্ত) একেএম মঈন উদ্দিন জানান, শিশুটি মৃগিরোগী ছিল। প্রতারকরা লাখ টাকা মুক্তিপণ দাবি করে পরিবারকে ভুয়া বিকাশ নম্বর দিয়েছিল।
পুলিশ ও স্বজনরা জানান, আরবী আকতার বগুড়া সদরের গোকুল সরকারপাড়ার কাজল মিয়ার মেয়ে। শিশুটি স্থানীয় একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ত। মঙ্গলবার সকাল সাড় ৯টায় বাড়ির পাশে খেলার সময় সে নিখোঁজ হয়। এরপর পরিবার থেকে ফেসবুকে ছবি দিয়ে তার সন্ধান চাওয়া হয়। এরপর ২/৩টি নম্বর থেকে ফোন দিয়ে শিশু আরবীর সন্ধান দিতে লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। বিষয়টি সদর থানায় অবহিত করলে পুলিশ কর্মকর্তারা প্রযুক্তি ব্যবহার করে জানতে পারেন, ওইসব নম্বরে বিকাশ আইডি নেই। ফেক জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সিমগুলো তোলা হয়েছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) জানান, মঙ্গলবার রাতে শিশুর পরিবারকে পুকুরে জাল ফেলার জন্য অনুরোধ করা হয়। বুধবার সকালে গ্রামের পুকুরে জাল ফেললে শিশুর লাশ পাওয়া যায়। পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, শিশুটি মৃগিরোগী ছিল। ধারণা করা হচ্ছে, শিশুটি খেলার সময় পুকুরে পড়ে ডুবে যায়। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।