টেকনাফে যুগান্তর সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি আবুল কাশেমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টেকনাফে সাংবাদিক ও নাগরিক সমাজের পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে টেকনাফ পৌর শহরের ঝর্ণা চত্বরসংলগ্ন মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
যুগান্তরের টেকনাফ প্রতিনিধি নাছির উদ্দীন রাজের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ, টেকনাফ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুর হোসাইন, আমার সংবাদ প্রতিনিধি নুর হাকিম আনোয়ার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও যায়যায়দিন প্রতিনিধি আরাফাত সানি, আনন্দ টিভি ও ভোরের কাগজের প্রতিনিধি শহিদুল্লাহ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজিজ উল্লাহ, জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শহীদ উল্লাহ, বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি সাইফুল ইসলাম, নাফ রেডিওর প্রতিনিধি আব্দুল আজিজ, মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি ছৈয়দ আলম, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি ফারুকুর রহমান ও দৈনিক আমার বার্তার প্রতিনিধি মোহাম্মদ তোফাইল।
এ সময় বক্তারা বলেন, সীমান্ত উপজেলা টেকনাফে হঠাৎ করে মাদক ব্যবসা, মানব পাচার ও অৗবধ অস্ত্র ব্যবহার করে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। এদিকে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে অপরাধীরা সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালাচ্ছে। বক্তারা ওইসব হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে।