কুয়েতে কুরআন প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় দুই বাংলাদেশি
কুয়েত প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় স্থান অর্জন করেছে দুই বাংলাদেশি হাফেজ। হিফজুল কুরআন বিভাগে মারকাযুল ফয়জল কুরআন আল ইসলামী ঢাকার ছাত্র আনাস মাহফুজ প্রথম স্থান অর্জন করেন। আর কেরাত বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন কারি আবুজর গিফারী। ১৯ নভেম্বর সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করা হয়। ২০ নভেম্বর বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়েতের আইনমন্ত্রী ড. ইব্রাহীম ওসামী।
১৪ নভেম্বর কুয়েতের ক্রাউন গ্লাজায় এ কুরআন প্রতিযোগিতা শুরু হয়। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগী এতে অংশ নিয়েছিলেন। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন প্রথম ও তৃতীয় স্থান অধিকার করা দুই বাংলাদেশি হাফেজকে অভিনন্দন জানিয়েছেন।