Logo
Logo
×

খবর

প্রক্টর নিয়োগ নিয়ে বশেমুরবিপ্রবিতে সংঘর্ষ, আহত ১০

Icon

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন প্রক্টরিয়াল বডি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার রাতে উপাচার্যের বাসভবন এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে একই দিন সাবেক প্রক্টরিয়াল বডি বাতিল করে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজিবকে প্রক্টর করে ৬ সদস্যের প্রক্টরিয়াল বডি গঠন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক প্রক্টর ও অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামানকে প্রক্টর পদ থেকে বাতিলের প্রতিবাদে ওই বিভাগের শিক্ষার্থীরা রাত ৮টায় প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। অন্যদিকে নবনিযুক্ত প্রক্টর ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজিবকে তার বিভাগের শিক্ষার্থীরা শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বের করেন। পরে রাত ৯টায় উভয় বিভাগের শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে এলে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়ান। এতে উভয় বিভাগের কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হন। পরে উপউপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান ও নবনিযুক্ত প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম