Logo
Logo
×

খবর

বরিশালে সাবেক প্যানেল মেয়র গ্রেফতার

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বরিশালে সাবেক প্যানেল মেয়র গ্রেফতার

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র-৩ ও মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার নগরীর ভাটিখানায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিএনপির অফিস পোড়ানোর মামলাসহ ৪টি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান। কোহিনুর বিসিসির সব শেষ পরিষদের প্যানেল মেয়র-৩ এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ছিলেন।

ওসি মিজান জানান, ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর অগ্নিসংযোগ হয়। এ ঘটনায় ২২ আগস্ট নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে কোহিনুরসহ ৩ হাজার আওয়ামী নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। এছাড়া বিএনপির নেতাকর্মীদের করা আরও তিনটি মামলার আসামি কোহিনুর।

ওসি আরও জানান, অফিস পোড়া মামলায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল আসর আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামিম, সাবেক দুই সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরকেও আসামি করা হয়েছে। মামলায় উল্লেখ্যযোগ্য আসামিদের মধ্যে বিসিসির ৯ কাউন্সিলরসহ পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারু কারাগারে রয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম