Logo
Logo
×

খবর

গ্রামীণ ব্যাংকের সাবেক তিন কর্মকর্তার নামে মামলা

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো করা হয়। দুটি মামলারই বাদী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন। তিনি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় তিন আসামি হলেন-পাবনার চাটমোহরের বিশিপাড়া গ্রামের বাসিন্দা মহেরাব হোসেন রিপন (৩৫), রাজশাহীর দুর্গাপুরের নামুদরখালী গ্রামের জুলহাস (৪০) ও পাবনার ফরিদপুরের বিলবকরী গ্রামের কে এম মাসুদ রানা (৪৬)। তিনজনই গ্রামীণ ব্যাংকের রাজশাহীর চারঘাটের নিমপাড়া শাখায় কর্মরত ছিলেন। এদের মধ্যে রিপন ও জুলহাস ছিলেন জ্যেষ্ঠ কেন্দ্র ব্যবস্থাপক। মাসুদ ছিলেন শাখা ব্যবস্থাপক (প্রিন্সিপাল অফিসার)। তারা এখন বরখাস্ত অবস্থায় আছেন। একটি মামলায় রিপন এবং অপর মামলায় মাসুদ ও জুলহাসকে আসামি করা হয়েছে।

মামলার বাদী আমির বলেন, জুলহাস এককভাবে ১১ লাখ ৬৮ হাজার ২৯৭ টাকা আত্মসাৎ করেন। মাসুদের সহায়তায় তিনি আরও ৮২ হাজার ২৬৪ টাকা আত্মসাৎ করেন। এছাড়া রিপন আত্মসাৎ করেন ২ লাখ ১৮ হাজার ৫৯৭ টাকা। তিনজনের অপরাধের প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে মামলা দুটি করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম