ট্রলারসহ ৬ মাঝি-মাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
টেকনাফ থেকে রড-সিমেন্ট নিয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদের মোহনায় দুটি ট্রলারসহ ৬ মাঝি-মাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি।
বুধবার বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের এ তথ্য জানান টেকনাফ-সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ। তিনি জানান, তার মালিকানাধীন এসবি রাসেল এবং আব্দুর রবের মালিকানাধীন এসবি ফারুক নামে দুটি সার্ভিস ট্রলার সেন্টমার্টিন যাওয়ার সময় নাইক্ষ্যংদিয়া এলাকায় অস্ত্রের মুখে আরাকান আর্মির সদস্যরা এগুলো ছিনতাই করে। ট্রলার দুটিতে ছয়জন মাঝি-মাল্লা ছিলেন।
রশিদ জানান, তিনি বিজিবি, কোস্ট গার্ড এবং উপজেলা প্রশাসনকে এ ঘটনা জানিয়েছেন।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
মিয়ানমারে কয়েক বছর ধরে চলমান গৃহযুদ্ধে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যে আরাকান আর্মি সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত। তারা ওই অঞ্চলের কিছু এলাকা নিয়ন্ত্রণ করছে এবং সাগরে তাদের উৎপাত বেড়েছে। সম্প্রতি নাফ নদে মাছ ধরার সময় ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মি। বিজিবির মধ্যস্থতায় তাদের ছেড়ে দেয় বিদ্রোহীরা।