Logo
Logo
×

খবর

অন্যের সঙ্গে সম্পর্কের সন্দেহ

চট্টগ্রামে প্রেমিকাকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে পোশাক শ্রমিক মরিয়ম আক্তার সামিরাকে ছুরিকাঘাতে হত্যার ৭ ঘণ্টার মধ্যে ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে খুনের অভিযোগে মো. তারেক নামে এক রাজমিস্ত্রিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত ৯টায় পাঁচলাইশ থানাধীন হাদুমাঝিরপাড়াস্থ মুছা বিল্ডিংয়ের সামনে বিলের পাশে এ হত্যার ঘটনা ঘটে। রাত ৩টায় রাঙ্গুনিয়া থানাধীন চন্দ্রঘোনার লিচুবাগান আহমদুল হকের কলোনি থেকে তারেককে গ্রেফতার করা হয়। এ নিয়ে শনিবার দুপুরে দামপাড়া পুলিশ লাইনসে সংবাদ সম্মেলন করেন সিএমপির জনসংযোগ কর্মকর্তা কাজী মো. তারেক আজিজ। তিনি জানান, পোশাক শ্রমিক সামিরার সঙ্গে রাজমিস্ত্রি তারেকের প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিন। কিছুদিন ধরে সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়। এরই জেরে শুক্রবার রাতে সামিরাকে ফোন করে দেখা করার জন্য ডেকে নেয়। তারেক অবশ্য আগে থেকে একটি ছুরি কিনে তার সঙ্গে রাখে। হাদুমাঝির পাড়াস্থ মুছা বিল্ডিংয়ের সামনে বিলের পাশে দেখা হওয়ার পর সম্পর্কের বিষয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় তারেক সামিরার সঙ্গে অন্য কারও সম্পর্ক আছে সন্দেহে ঝগড়া করতে থাকে। একপর্যায়ে তারেক সামিরার গলায় একের পর এক ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম