Logo
Logo
×

খবর

ময়মনসিংহ মেডিকেল কলেজের ২৮ শিক্ষার্থীকে বহিষ্কার

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হোস্টেলে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে ২৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার দুপুরে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এদের বিরুদ্ধে ক্যাম্পাসে চাঁদাবাজি, মাদক সেবন, সন্ত্রাসী কার্যকলাপ এবং বৈষ্যমবিরোধী ছাত্র গণআন্দোলনকারীদের নির্যাতনের অভিযোগ রয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীদের মাঝে কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. অনুপম সাহা ও সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল হাসানসহ কর্মীরা রয়েছেন। কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অধ্যাপক ডা. জিম্মা হোসেনকে সভাপতি এবং ডা. মো. বদর উদ্দীনকে সদস্য সচিব করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কর্ম দিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত ২৮ শিক্ষার্থীকে ক্যাম্পাস ও হোস্টেল থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন-ম-৫২ ব্যাচের ডা. অনুপম সাহা, ডা. মাশফিক আনোয়ার, ম-৫৩ ব্যাচের ডা. আব্দুল্লাহ আল হাসান, ডা. মেহেদী হাসান শিমুল, ডা. অনুপম দত্ত অর্ঘ, ম-৫৪ ব্যাচের ডা. মাহিদুল হক অয়ন, ডা. জাহিদুল ইসলাম তুষার, ম-৫৬ ব্যাচের মঞ্জুরুল হক রাজিব, ম-৪৭ ব্যাচের রাকিবুল হাসান রুকন, আলমগীর হোসেন, আশিক উদ্দিন, শিপন হাসান, সৈয়দ রায়হান আল আশরাফ, ম-৫৮ ব্যাচের রায়হান ফাল্গুন, অর্ণব সাহা, কামস আরেফিন, আসিফ রায়হান, ম-৫৯ ব্যাচের দিগন্ত সরকার, কুবের চক্রবর্তী, সিয়াম জাওয়াদ পুষণ, বিডিএস-৫ ব্যাচের ডা. সঞ্জীব সরকার বোনাস, ডা. সাইফুল ইসলাম, বিডিএস-০৭ ব্যাচের মুনতাসুর রাতুল, সানজিদ আহমেদ, বিডিএস-৮ ব্যাচের শাহরিয়ার ইফতেখার সৌমিক, আশিক মাহমুদ রিয়াদ, বিডিএস-১০ ব্যাচের আসিফ ইকবাল ও মেরাজ হোসেন বাঁধন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম