Logo
Logo
×

খবর

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু আজ

র‌্যাগিং করলে কঠোর শাস্তি

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। নবাগত শিক্ষার্থীদের র‌্যাগিংমুক্ত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র‌্যাগিং একটি সামাজিক অপরাধ। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়া ছাড়াও র‌্যাগিংয়ের শিকার শিক্ষার্থীর মানসিক সমস্যার সৃষ্টি হয়। এ কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোথাও কোনো ধরনের র‌্যাগিং না করার জন্য সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছে। কেউ র‌্যাগিং করলে বা কাউকে র‌্যাগিং করতে উদ্বুদ্ধ করলে প্রমাণসাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক শাস্তি দেওয়া হবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে বিভাগের সভাপতির অনুমতি ব্যতীত বিভাগের অন্য কোনো বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে নবীন শিক্ষার্থীদের পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠানের উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, একজন শিক্ষার্থী যখন সদ্য এইচএসসি পাশ করে বাড়ির বাইরে আসে তখন তারা অনেকটা কোমলমতি থাকে। র‌্যাগিংয়ের মাধ্যমে যখন তাদের হয়রানি করা হয় তখন তাদের মানসিক বিকাশে প্রভাব ফেলে। নতুন এই শিক্ষার্থীরা তখন ভেঙে পরে। পড়াশোনায় মনোনিবেশ করতে পারে না। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়। যদি কারও বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ পাওয়া যায়, তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম