Logo
Logo
×

খবর

যবিপ্রবি

পদত্যাগী উপাচার্যের দুর্নীতির সহযোগীদের অবাঞ্ছিত ঘোষণা

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে দুর্নীতিতে সহযোগিতা করার অভিযোগে সব দুর্নীতিবাজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভে এইচএম মারুফ বলেন, স্বৈরাচারী উপাচার্যের দুর্নীতিতে সাহায্যকারী, উপাচার্যের ডান হাত নামে পরিচিত ইকবাল কবির জাহিদকে আমরা ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম। কিন্তু তিনি আবার ক্যাম্পাসে এসে সোডাউন করছেন। কিছু শিক্ষক তাকে সাহায্য করছেন। আমরা সেই সব শিক্ষকদেরও অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারি দিচ্ছি।

বিক্ষোভকারীরা বলেন, ইকবাল কবির জাহিদ বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে বিভিন্ন যন্ত্রপাতি কেনার কথা বলে বিভিন্ন সময় অর্থ হাতিয়ে নিয়েছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম