বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি তদন্তে কমিশন গঠনের আহ্বান
চবি প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন পর্যায়ের দুর্নীতি তদন্ত করে শ্বেতপত্র প্রকাশের জন্য ‘উচ্চশিক্ষা দুর্নীতি দমন কমিশন’ গঠনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী। সোমবার চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে সমাজ ও রাষ্ট্রচিন্তা কেন্দ্র (সিএসপিটি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সিএসপিটির পরিচালক ও চবি শিক্ষক এনায়েত উল্যা। লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের আমলে প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন ধরনের দুর্নীতি সংঘটিত হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের বিরুদ্ধে ইউজিসি তদন্ত কমিটিও গঠন করেছিল; কিন্তু সঠিকভাবে তদন্ত হয়নি এবং কিছু বিশ্ববিদ্যালয়ের তদন্ত হলেও রিপোর্ট অনুসারে কোনো শাস্তি কার্যকর হয়নি। তাই বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন পর্যায়ের দুর্নীতি তদন্ত করে শ্বেতপত্র প্রকাশের জন্য ‘উচ্চশিক্ষা দুর্নীতি দমন কমিশন’ গঠন করা হোক। তিনি আরও বলেন, একটি সুসমন্বিত ও যুগোপযোগী জাতীয় শিক্ষানীতি প্রণয়নের জন্য অতি দ্রুত ‘জাতীয় শিক্ষা কমিশন’ গঠন করে দায়িত্ব প্রদানপূর্বক সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হোক।