শিশু ও শিক্ষার্থীসহ সড়কে ঝরল ৮ প্রাণ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সড়ক দুর্ঘটনায় সাত স্থানে আটজন প্রাণ হারিয়েছেন। সোমবার এসব প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে রাজধানীতে রিকশা আরোহীসহ দু’জন, হবিগঞ্জে শিক্ষার্থী, নাটোরে শিশু, মুন্সীগঞ্জে চিকিৎসক, টাঙ্গাইলে অটোযাত্রী, গাইবান্ধায় মোটরসাইকেল আরোহী এবং ফরিদপুরে ভ্যানযাত্রী রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ঢাকা : রাজধানীর লালবাগে পিকআপের ধাক্কায় রিকশা আরোহী শহিদুল ইসলাম নিহত হয়েছেন। সোমবার এ দুর্ঘটনা ঘটে। শহিদুল পেশায় প্রিন্টিং ও এক্সেসোরিজ সাপ্লায়ার ছিলেন। বর্তমান ৯০ লালবাগে থাকতেন। দুই ছেলের জনক ছিলেন তিনি। তার বাবার নাম আব্দুর রাজ্জাক মিয়া। এদিকে গুলশান থানার নর্দায় বাসের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী উশা জাহিন মারমা নিহত হয়েছেন। তিনি রাঙামাটির কাপ্তাই থানার কুজিমারি গ্রামের আকনা মারমার ছেলে।
হবিগঞ্জ : বাহুবলে স্কুল থেকে ফেরার পথে শিক্ষার্থী সিজান মিয়ার মৃত্যু হয়েছে। সিজান মিরপুর ইউনিয়নের তিতারকোনা গ্রামের কবির মিয়ার ছেলে। সে স্থানীয় মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। সোমবার বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তিতারকেনা এলাকায় যাত্রীবাহী বাস চাপা দিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।
সিংড়া (নাটোর) : সিংড়ায় অটোরিকশার চাকায় পৃষ্ট হয়ে শিশু নাহিদ হোসেনের প্রাণ গেছে। সোমবার দুপুরে উপজেলার কলম ইউনিয়নের কালিনগর গ্রামে রাস্তা পারের সময় সে দুর্ঘটনার কবলে পড়ে। নাহিদ কালিনগর ঘুনপাড়ার জানু মিয়ার ছেলে।
মুন্সীগঞ্জ : সড়ক নির্মাণকাজের রোলার চাপায় পল্লি চিকিৎসক মিজানুর রহমান বেপারী নিহত হয়েছেন। সোমবার দুপুরে জেলার ধনবাড়ী-মুক্তারপুর সড়কের সিপাহীপাড়া বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মিজানুর মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুরের তিনসিঁড়ি গ্রামের লালমিয়া বেপারীর ছেলে।
মধুপুর (টাঙ্গাইল) : মধুপুরে বাসের ধাক্কায় অটোযাত্রী আনোয়ার হোসেন নিহত হয়েছেন। সোমবার দুপুরে টাঙ্গাইল-জামালপুর সড়কের গোলাবাড়ী বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে। আনোয়ার মির্জাপুর উপজেলার ডৌয়াতলার তরফপুর গ্রামের হাজী আব্দুস সবুরের ছেলে।
গাইবান্ধা : পলাশবাড়িতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আরোহী সাগর মিয়ার নিহত হয়েছেন। তিনি পলাশবাড়ী উপজেলার গিরিধারীপুরের বাসিন্দা। সোমবার দুর্ঘটনার শিকার হন তিনি।
নগরকান্দা (ফরিদপুর) : নগরকান্দায় বাসচাপায় ভ্যানযাত্রী ঠান্ডা বেগম নিহত হয়েছেন। ঠান্ডা বেগম নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের গোয়াইলপোতা গ্রামের মৃত চান মিয়ার স্ত্রী। সোমবার ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।