বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল চালক ও সহকারীর
রাউজানে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু * নয় স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত আরও ১০
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে ক্যাভার্ডভ্যানচাপায় ট্রাকচালক ও সহকারী নিহত হয়েছেন। চট্টগ্রামের রাউজানে দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এছাড়া নয় স্থানে সড়ক দুর্ঘটনায় আরও ১০ জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার ও আগেরদিন এসব প্রাণহানি ঘটে।
নিহতদের মধ্যে নারায়ণগঞ্জের বন্দরে ট্রাকের হেলপার, নাটোরের বড়াইগ্রামে যুবক, ভোলার লালমোহনে বৃদ্ধা, লক্ষ্মীপুরে মোটরসাইকেল আরোহী, ফরিদপুরের ভাঙ্গায় শিক্ষার্থী, কুমিল্লায় কাভার্ডভ্যানচালক, ভোলার চরফ্যাশনে শিশু, পাবনার সুজানগরে দুই ব্যবসায়ী এবং মীরসরাইয়ে ইউপি সদস্য রয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
শ্রীনগর (মুন্সীগঞ্জ) : নিহতরা হলেন চালক সেলিম মিয়া ও হেলপার লিমন। তারা উভয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কৈলা এলাকার বাসিন্দা। উপজেলার ষোলঘরসংলগ্ন ঢাকা থেকে মাওয়ামুখী মহাসড়কে মধ্যরাতে হঠাৎ ট্রাকের চাকা বিকল হলে সেলিম ও লিমন সেটি মেরামত করছিলেন। এ সময় মাওয়াগামী ক্যাভার্ডভ্যান তাদের দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়। লিমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান (চট্টগ্রাম) : রাউজানে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে অন্তঃসত্ত্বা রুজি আকতারের মৃত্যু হয়েছে। রুজি উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সওদাগরপাড়া গ্রামের আব্দুর শুক্কুর সওদাগরের স্ত্রী।
বন্দর (নারায়ণগঞ্জ) : বন্দরে পিকআপ-ট্রাকের সংঘর্ষে হেলপার এরশাদ নিহত হয়েছেন। এরশাদ সোনারগাঁ থানার কাঁচপুর এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে। মঙ্গলবার সকালে বন্দর উপজেলার মদনগঞ্জ-মদনপুর সড়কের লক্ষণখোলা মাদ্রাসা রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামে নিজের ট্রাক্টরের নিচে চাপা পড়ে যুবক মেহেদী হাসানের মৃত্যু হয়েছে। মেহেদী হাসান নওগাঁ জেলার ধামইরহাটি উপজেলার চকভবানী গ্রামের নজরুল ইসলামের ছেলে।
লালমোহন (ভোলা) : লালমোহনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নূর বানু প্রাণ হারিয়েছেন। নূর বানু কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকার আব্দুল জলিলের স্ত্রী।
কুমিল্লা : চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক উজ্জ্বল নিহত হয়েছেন। উজ্জ্বল ঝিনাইদহের কালীগঞ্জ থানার পূর্ব ভালিয়া ডাংগা গ্রামের বাসিন্দা।
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সিরাজুল ইসলাম সিরাজ মারা গেছেন। সিরাজ সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচর গ্রামের নুরুল আমিন ড্রাইভারের ছেলে। তিনি সোলার গ্রুপ ও ব্লিং গ্রুপের বিপণন কর্মকর্তা ছিলেন।
ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গায় রাস্তা পারের সময় অজ্ঞাতনামা গাড়ি চাপায় শিক্ষার্থী ইয়াসিন বাপ্পি নিহত হয়েছে। সে চুমুরদী পোদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং পোদ্দারপাড়া গ্রামের খোকন শেখের ছেলে।
চরফ্যাশন (ভোলা) : চরফ্যাশনে ট্রলিচাপায় শিশু ইসমাইল নিহত হয়েছে। ইসমাইল এওয়াজপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের শফিউদ্দিনের ছেলে।
মীরসরাই (চট্টগ্রাম) : মীরসরাইয়ে ট্রাকের ধাক্কায় আহত ইউপি সদস্য গোপাল চন্দ্র চৌধুরীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য।
সুজানগর (পাবনা) : সুজানগরে ট্রাকচাপায় নিহত ব্যবসায়ীরা হলেন- সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার মৃত আবু বক্কারের ছেলে আব্দুল মান্নান ও পৌরসভার চর সুজানগর এলাকার লবাই খাঁর ছেলে কামরুল ইসলাম।