Logo
Logo
×

খবর

পাশের মিষ্টি দিয়ে ফেরার পথে প্রাণ গেল ছাত্রের

পুলিশ কনস্টেবলসহ ছয় স্থানে সড়কে ঝরল আরও ৬ প্রাণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পাশের মিষ্টি দিয়ে ফেরার পথে প্রাণ গেল ছাত্রের

মেহেরপুরে এসএসসি পাশের আনন্দে নানা-নানির বাড়িতে মিষ্টি দিয়ে ফেরার পথে লরির ধাক্কায় প্রাণ হারিয়েছে শিক্ষার্থী জান্নাতুজ্জামান চঞ্চল। সোমবার বিকালে গাংনী-কাথুলি সড়কের ভাটপাড়া ইকোপার্কের কাছে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া সড়ক দুর্ঘটনায় এদিন ছয় স্থানে আরও ছয়জন প্রাণ হারিয়েছেন। 

এদের মধ্যে রাজধানীর হাজারীবাগে নারী, টাঙ্গাইলের ভূঞাপুরে পুলিশ কনস্টেবল, ফরিদপুরের ভাঙ্গা ও মুন্সীগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেল চালকসহ দুজন, বরিশালে পথচারী এবং মাদারীপুরের টেকেরহাটে প্রাইভেটকার আরোহী রয়েছেন। এদিকে রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর- 

মেহেরপুর : চঞ্চল মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা মোল্লাপাড়া গ্রামের রকিবুজ্জামানের ছেলে ও সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। এসএসসি পাশের ফল পেয়ে উপজেলার ধলা গ্রামে নানাবাড়ি মিষ্টি দিয়ে ইজিবাইকে বাড়ি ফিরছিল। এ সময় লরির ধাক্কায় চঞ্চলসহ চার যাত্রী ছিটকে পড়ে যায়। উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চঞ্চলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা : রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় রাস্তা পারপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন পথচারী মোছা. শিল্পী বেগম। সোমবার সকালে বেড়িবাঁধ বৌ বাজার সোনার বাংলা কলার আড়তের সামনের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। শিল্পী বেগম বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। বরিশালের গৌরনদী উপজেলার নরসিংগাল গ্রামের রিকশাচালক আল আমিন হাওলাদারের স্ত্রী তিনি। হাজারীবাগ সালাম সরদার রোডে বালুর মাঠ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। 

ভূঞাপুর (টাঙ্গাইল) : ভূঞাপুরে হেঁটে বাড়ি যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত পুলিশের কনস্টেবল আলাউদ্দিন খান নিহত হয়েছেন। তিনি উপজেলার অর্জুনা গ্রামের মৃত মাজম আলীর ছেলে। সোমবার দুপুরে উপজেলার অর্জূনা এলাকায় ভূঞাপুর-তারাকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গায় ড্রামট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিশাত শিকদার নিহত হয়েছেন। সোমবার সকালে ভাঙ্গা পৌরসভার ৯ ওয়ার্ড কাপুড়িয়া সদরদী ফিডার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিশাত ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী গ্রামের দেলোয়ার হোসেন শিকদারের ছেলে। 

গজারিয়া (মুন্সীগঞ্জ) : গজারিয়ার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার পেছনে মোটরসাইকেলের ধাক্কায় চালক হাবিব নিহত হয়েছে। সে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঝাউচর গ্রামের হানিফ ভান্ডারীর ছেলে। সোমবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

টেকেরহাট (মাদারীপুর) : গোপালগঞ্জের মুকসুদপুরে বাস চাপায় প্রাইভেটকার আরোহী শের খান নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুরের কলেজ মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। শের খান রাজধানী মিরপুরের রূপনগর এলাকার ছিদ্দিক খানের ছেলে।

বরিশাল : নগরীর কাশিপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় পথচারী যুবক জসিমের মৃত্যু হয়েছে। সোমবার সকালে মহাসড়কের কাশিপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। উজিরপুর উপজেলার বাইটখালী গ্রামের মনির হাওলাদারের ছেলে জসিম।

রাজবাড়ী : সোমবার সকালে রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর এলাকায় দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম