সাত স্থানে শিক্ষার্থীসহ সড়কে ঝরল ৮ প্রাণ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ঝরল
সাত স্থানে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ আটজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ও আগের দিন এসব প্রাণহানি ঘটে। এদের মধ্যে রাজধানীর বকশীবাজারে বৃদ্ধ, গাজীপুরের কালিয়াকৈরে পিকআপের দুই হেলপার, দিনাজপুরের নবাবগঞ্জে মোটরসাইকেল আরোহী, শেরপুরের নকলায় শিক্ষার্থী, ময়মনসিংহের ফুলপুর ও গফরগাঁওয়ে দুই নারী এবং বগুড়ার শিবগঞ্জে ইজিবাইকচালক রয়েছেন। এদিকে শুক্রবার রাজবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে ৮ যাত্রী গুরুতর আহত হয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :
ঢাকা : বকশীবাজারে শিক্ষা বোর্ডের পাশে বাসচাপায় বৃদ্ধ আনোয়ার হোসেন প্রাণ হারিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মৌমিতা বাসের যাত্রী ছিলেন। বাসটি শিক্ষা বোর্ডের পাশের মোড় ঘুরতে আনোয়ার হোসেনকে দেওয়ালের সঙ্গে চাপা দেয়। আনোয়ারের বাড়ি ভোলা সদর উপজেলার বাঘার হাওলা গ্রামে। বর্তমানে তিনি স্ত্রী-সন্তান নিয়ে লালবাগ গৌড়-ই শহীদ মাজার এলাকায় থাকতেন এবং আনোয়ার বুয়েটের গাড়িচালক ছিলেন।
কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈরে থেমে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার কুমুরিয়া গ্রামের পান্নু মিয়ার ছেলে হেলপার শামিম হোসেন এবং কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার দইয়ের পাড়ের আব্দুল সাত্তারের ছেলে আবুল কাশেম প্রাণ হারিয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
দিনাজপুর : নবাবগঞ্জ উপজেলায় ড্রামট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক জয় চন্দ্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাদুরিয়ায় এ দুর্ঘটনা ঘটে। জয় চন্দ্র ঘোড়াঘাট উপজেলার কাবিলপুর গ্রামের রতন চেচারুর ছেলে।
শেরপুর : নকলা উপজেলায় দাঁড়িয়ে থাকা অটোতে মোটরসাইকেলের ধাক্কায় চালক সারোয়ার জাহান নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাউসা বাজারে এ দুর্ঘটনা ঘটে। সারোয়ার জাহান উপজেলার কবুতরমারি পশ্চিমপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
ফুলপুর ও গফরগাঁও (ময়মনসিংহ) : ফুলপুরে রাস্তা পারের সময় পিকআপের ধাক্কায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের উপজেলার মটরভাঙ্গায় বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এদিকে গফরগাঁও উপজেলায় লরির চাকায় পিষ্ট হয়ে অটোযাত্রী খোদেজা নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে বাড়ি ফেরার পথে পাইথল ইউনিয়নের ডুবাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খোদেজা উপজেলার মাখল কালদাইর গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী।
বগুড়া : শিবগঞ্জে বাসের ধাক্কায় চালক রুহুল আমিন মন্ডল নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জাহাঙ্গীরাবাদ এলাকায় বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রুহুল শিবগঞ্জ উপজেলার চল্লিশছত্র গ্রামের মৃত আবদুর রহমান মণ্ডলের ছেলে।