চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
হল থেকে মদের বোতল জব্দ, কক্ষ সিলগালা
চবি প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এএফ রহমান হলের ৪৪০ নম্বর কক্ষ থেকে মদের খালি বোতল উদ্ধার করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার তথ্যের ভিত্তিতে ওই কক্ষে অভিযান চালান তারা। এ সময় কক্ষে কাউকে না পাওয়া গেলেও বোতলগুলো জব্দ করে কক্ষ সিলগালা করা হয়। ওই কক্ষের বাসিন্দা পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের বিজয় উপগ্রুপের কর্মী আশিকুজ্জামান জয় দীর্ঘদিন মাদকাসক্ত ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে মাদক সরবরাহের সঙ্গে জড়িত। সে গাঁজা, মদ, ইয়াবাসহ ক্যাম্পাসে লভ্য সব ধরনের মাদকদ্রব্য সিনিয়র ও জুনিয়রদের মাঝে সরবরাহ করত। এসব বিষয় নিয়ে সোমবার রাতে এএফ রহমান হলের ওই কক্ষে জয়কে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করে ছাত্রলীগের একই উপগ্রুপের কর্মীরা। এ ঘটনার পরই তার মাদকাসক্তির বিষয়টি সামনে আসে।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আলী আরশাদ চৌধুরী বলেন, মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে ৪৪০ নম্বর রুমে গিয়েছিলাম। তখন ওখানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে আমরা মদের কিছু খালি বোতল পেয়ে জব্দ করেছি। বোতলগুলো কে ব্যবহার করেছে তদন্ত শেষে বলতে পারব। কক্ষটি সিলগালা করে রেখেছি।
এদিকে মাদকসংশ্লিষ্টতার বিষয়ে জয় মঙ্গলবার জানান, তিনি এসবের সঙ্গে জড়িত নন। মদের বোতল হাতে ও মদ পানরত ছবি দুটির ব্যাপারে তিনি বলেন, বোতল হাতে ওই ছবিটা আমার হলের মদ-ব্যবসায়ী অন্য এক বন্ধুর কক্ষ থেকে তোলা। এছাড়া পানরত যে ছবিটি ছড়িয়েছে ওটাতে আমি পানি পান করছি। বন্ধুরা মজা করে ছবি তুলেছিল।
