রাজধানীতে সড়কে ঝরল তিন প্রাণ
নালিতাবাড়ীতে ব্র্যাককর্মী নিহত * তিন স্থানে দুই শিশুসহ সড়কে আরও তিন প্রাণহানি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাজধানীর চকবাজার, শ্যামপুর ও ডেমরায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাহিন্দ্রচাপায় ব্র্যাককর্মী মোস্তাফিজুর রহমান প্রাণ হারিয়েছেন। সোমবার সকালে উপজেলার নালিতাবাড়ী-শেরপুর মহাসড়কের নলজোড়ায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া সড়ক দুর্ঘটনায় জেলার নকলা উপজেলায় এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই শিশুর এবং ভোলার চরফ্যাশনে বোরাকযাত্রী নিহত হয়েছে। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ঢাকা ও ডেমরা : ঢাকায় নিহতরা হলেন শফিউদ্দিন, মো. সেলিম ও জায়েদ হোসেন। নিহত সেলিমের ভাই মো. ওয়াসিম জানিয়েছেন, সেলিম শ্যামপুর মডেল স্কুলের পাশে অ্যারিস্টো ফার্মার ফ্যাকটরির ইঞ্জিনিয়ারিং সেকশনের সুপারভাইজার ছিলেন। কাজ শেষে মোটরসাইকেল করে বাসায় ফেরার পথে সোমবার রাত সাড়ে ৮টায় পোস্তগোলা টেম্পোস্ট্যান্ডে কোনো যানবাহন মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় সেলিম পড়ে গিয়ে আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা রাত ১০টায় মৃত ঘোষণা করেন।
নিহত সেলিম মানিকগঞ্জে শিবালয় উপজেলার নয়াবাড়ি গ্রামের হজরত আলীরে ছেলে। একই দিন রাতে চকবাজার নিরব হোটেলের সামনে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন ওই এলাকার বাসিন্দা শফিউদ্দিন। তাকে ঢামেক হাসপাতালে নিলে রাত ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শফিউদ্দিন চকবাজারের নাজিমউদ্দীন রোডের ইউসুফের ছেলে। এছাড়া বাসের চাকায় পিষ্ট হয়ে রিকশাচালক জায়েদ হোসেন নিহত হয়েছেন। সোমবার সকালে ডেমরায় সুলতানা কামাল সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জায়েদ চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পশ্চিম খোয়াগ্রামের সৈকত আলীর ছেলে।
শেরপুর ও নালিতাবাড়ী : মোস্তাফিজুর ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের জামান সরকারের ছেলে। তিনি ব্র্যাকের তিনানি শাখায় প্রগতি প্রকল্পে ক্রেডিট অফিসার হিসাবে কর্মরত ছিলেন। নকলা উপজেলায় ইজিবাইকের ধাক্কায় শিশু তানিয়া নিহত হয়েছে। রোববার উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলায় এ দুর্ঘটনা ঘটে। তানিয়া ওই এলাকার আব্দুল কুদ্দুসের মেয়ে।
চরফ্যাশন (ভোলা) : চরফ্যাশনে বোরাক-ট্রলির সংঘর্ষে যাত্রী মো. কামাল হোসেন নিহত হয়েছেন। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আবদুর জলিল রাঢ়ীর ছেলে। সোমবার সকালে ভোলা-চরফ্যাশন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : পাকুন্দিয়া উপজেলায় পিকআপচাপায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু ফাহাদ মিয়ার প্রাণ গেছে। রোববার বিকালে উপজেলার পাকুন্দিয়া-পুলেরঘাট সড়কের নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়ায় এ দুর্ঘটনা ঘটে। ফাহাদ পোড়াবাড়িয়া এলাকার মাসুদ মিয়ার ছেলে।