Logo
Logo
×

খবর

নয় জেলায় সড়কে ঝরল ১১ প্রাণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নয় জেলায় সড়কে ঝরল ১১ প্রাণ

দেশের নয় জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ১১ জন প্রাণ হারিয়েছেন। শনিবারের দুর্ঘটনায় নিহতদের মধ্যে ঢাকার যাত্রাবাড়ীতে ব্যবসায়ী, পাবনায় ঈশ্বরদীতে দুই মাইক্রোবাসযাত্রী, চট্টগ্রামের মীরসরাইয়ে মোটরসাইকেল আরোহী, রাজশাহীর মোহনপুরে শিশুসহ ভ্যানচালক, ময়মনসিংহের গফরগাঁওয়ে ইমাম, মাদারীপুরের টেকেরহাটে বৃদ্ধা, নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুলছাত্র, গোপালগঞ্জে বাসচাপায় শিশু ও গাজীপুরের কালিয়াকৈরে বাসের হেলপার রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা : যাত্রাবাড়ী চৌরাস্তায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন ব্যবসায়ী রবিউল ইসলাম। রবিউল পিরোজপুরের মঠবাড়িয়া থানার আব্দুস সাত্তার ফকিরের ছেলে। তিনি যাত্রাবাড়ীর কাজলা ভাঙ্গাপ্রেসের হাজি বারেক মিয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। 

ঈশ্বরদী (পাবনা) : ঘনকুয়াশায় উপজেলার দাশুড়িয়ায় যাত্রীবাহী বাস-মাইক্রো সংঘর্ষে প্রাণ হারায় যাত্রী নাসিম ও অমিত কুণ্ড। নাসিম ঈশ্বরদীর শেখপাড়া গ্রামের বাসিন্দা এবং পাবনা সদরের রাধানগর এলাকার বাসিন্দা অমিত। মুলাডুলি থেকে কর্মস্থলে যাওয়ার পথে দাশুড়িয়া-কুষ্টিয়া সড়কের কোলেরকান্দিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মীরসরাই (চট্টগ্রাম) : মীরসরাইয়ে চট্টগ্রামগামী বাসের ধাক্কায় নিহত হয়েছেন আরোহী মো. মামুন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনায় নিহত মামুন উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে। 

রাজশাহী : উপজেলায় বাসের ধাক্কায় ভ্যানচালক সিরাজুল ইসলাম এবং আরোহী শিশু আব্দুল্লাহ নিহত হয়েছেন। বাগমারার ভবানীগঞ্জ থেকে ছেড়ে আসা বাসটি রাজশাহীর সইপাড়া এলাকায় পৌঁছালে ভ্যানটিকে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

গফরগাঁও (ময়মনসিংহ) : উপজেলায় লরি-মোটরসাইকেল সংঘর্ষে আবু সায়েম মাহমুদী নামের ইমাম নিহত হয়েছেন। সকালে গফরগাঁও-ভালুকা সড়কের গন্ডগ্রামে দুর্ঘটনায় নিহত সায়েম ভারইল মধ্যপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। তার বাড়ি উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে।
 
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : উপজেলায় অটোচাপায় হুমায়িন নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলায় দুর্ঘটনায় নিহত হুমায়িন নেত্রকোনার মোমেন মিয়ার ছেলে। তিনি ভায়েলা বটতলা এলাকায় ভাড়া থাকেন। হুমায়িন ভায়েলার কিডস ইন্টারন্যাশনাল স্কুলের শিশু শ্রেণির ছাত্র ছিল।

কালিয়াকৈর (গাজীপুর) : উপজেলার খাড়াজোড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত হেলপারের নাম হাবিবুর রহমান। তিনি টাঙ্গাইলের দেলদুয়ারের এলাসিন এলাকার বাসিন্দা। 

গোপালগঞ্জ : গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের খানারপাড়ে বাসচাপায় আলামিন চৌধুরী (৪) নামে এক শিশু নিহত হয়। খানারপাড়ের বাড়ি থেকে সন্ধ্যার পর তরিকুল চৌধুরী ছেলে আলামিনকে নিয়ে হাটে যাচ্ছিলেন। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী রাজিব পরিবহণের একটি বাস আলামিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার জেরে স্থানীয় জনতা বাসটি ভাঙচুর করে এবং দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

টেকেরহাট (মাদারীপুর) : সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তাঁতিবাড়িতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা চায়না বেগম নিহত হন। শুক্রবার রাস্তা পারের সময় দুর্ঘটনাটি ঘটে। চায়না সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের বাহার মোল্লার স্ত্রী।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম