Logo
Logo
×

খবর

নতুন পিএসওকে লেফটেন্যান্ট জেনারেল র‌্যাংক ব্যাজ পরিধান

Icon

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম সোমবার সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে লেফটেন্যান্ট জেনারেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনী ও নৌবাহিনী প্রধান। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা, বিমানবাহিনী প্রধান ও সেনাবাহিনীর নবনিযুক্ত সিজিএস।

লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম ১৯৮৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। আইএসপিআর।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম