চট্টগ্রামে ফাতেহা ইয়াজদাহম মাহফিল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম নগরীর বায়েজিদে গাউছুল আজম কমপ্লেক্সে ৭০তম ফাতেহায়ে ইয়াজদাহম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর হতে মধ্যরাত পর্যন্ত মাহফিল চলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য এবং সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তৃতা করেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম, সংগঠনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ ফোরকান মিয়া, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ছিদ্দিকুর রহমান প্রমুখ।
দেশের উন্নতি ও অগ্রগতি এবং গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা থেকে ফিলিস্তিনিদের হেফাজত, নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
