খবর ও ছবি
গ্রীন মডেল টাউন প্লট বিক্রয় মেলার উদ্বোধন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
প্রকাশ: ২১ মে ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আমিন মোহাম্মদ গ্রুপের গ্রীন মডেল টাউন প্রকল্পের প্লট বিক্রয় মেলা খিলগাঁও-মুগদা বিশ্বরোডে রমনা চাইনিজ রেস্টুরেন্টে বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে।
রাজধানীর মতিঝিলের সন্নিকটে আধুনিক নগর জীবনের সব সুযোগ-সুবিধা নিয়ে গড়ে উঠা একমাত্র আবাসন প্রকল্প। ‘শহরের প্রাণকেন্দ্রে কিস্তিতে প্লট’ আভিজাত্যের আবাসন গ্রীন মডেল টাউনে প্লট কিনুন নিজে অথবা যৌথ উদ্যোগে, এই স্লোগান নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে। ফিতা কেটে ১০ দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন-আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের নির্বাহী পরিচালক আবুল কালাম মো. রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার জামিল তাজুল ইসলাম, আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের মার্কেটিং অ্যান্ড সেলস মহা-ব্যবস্থাপক শফিউল আলম লস্কর রাসেল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।