Logo
Logo
×

অল্পকথা

মোবাইল ফোনের পর কী?

Icon

লিয়াকত হোসেন খোকন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আজকের দিনে গ্রাম বা মফস্সল শহর আর আগের মতো নেই। সর্বত্রই যেন আন্তরিকতার অভাব। খেলার মাঠ দখল করে বাড়িঘর নির্মাণ করা হয়েছে। গ্রাম ও মফস্সল শহর থেকে ক্লাব উঠে গেছে, যে কারণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না। গ্রাম বা শহরের কোনো মানুষ ছোটদের শাসন করলে উলটো বিদ্রুপ করে ছোটরা। নির্ভেজাল আড্ডা মারার ফুরসত কমে গেছে, সবাই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। লেখাপড়া করা মানুষের সংখ্যা বেড়েছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অশালীন কথার ফুলঝুরি। নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলেই মুখ দিয়ে বাজে কথা বের হয়ে আসে। এমন দিন আসতে পারে, কেউ কি ভেবেছিলেন? সম্প্রতি ফেসবুক ও ইউটিউবে চোখ গেলেই নতুন কনটেন্টের সঙ্গে নতুন নতুন গালাগাল দেখা যায়, যার দু-এক লাইন পড়তেই চোখ বন্ধ হয়ে আসে।

জন্ম থেকে পুরোটাই বেড়ে ওঠা মফস্সল শহরে। বিংশ শতাব্দীর পঞ্চাশের দশক থেকে শুরু করে নব্বইয়ের দশক পর্যন্ত মফস্সল শহর ও গ্রামাঞ্চলে তেমন বিনোদনের মাধ্যম ছিল না। রেডিও সব বাড়িতে ছিল না। ষাট ও সত্তরের দশকে টেলিভিশন ছিল হাতেগোনা কয়েকটি বাড়িতে। বিদ্যুৎ তখনও প্রবেশ করেনি সব বাড়িতে, গুটিকয়েক বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল। মফস্সল শহর ও গ্রামের অধিকাংশ মানুষ একসঙ্গে বসে গল্পগুজব করতে ভালোবাসতেন, যাকে বলা হয় আড্ডা। সেই সঙ্গে ছিল খেলাধুলা। ছোটদের কত ধরনের খেলা ছিল, কানামাছি ভোঁ ভোঁ থেকে শুরু করে ডাং-গুলি পর্যন্ত। এছাড়াও দড়িলাফ, চোর-পুলিশ, আরও অনেক খেলা। একটু বড় হতেই টেনিস বল থেকে শুরু করে ক্রিকেট খেলা। বিকালে খেলার মাঠে বড়দের উজ্জ্বল উপস্থিতি ছিল।

নব্বইয়ের দশকের শেষের দিকে উদার অর্থনীতির কারণে সাধারণ মানুষের বাড়িতে টেলিভিশন প্রবেশ করল বেশি করে। সেই সঙ্গে আরও বিনোদনের মাধ্যম আসতে শুরু করল বছর কয়েকের মধ্যেই। পালাগান, গাজন, নাটক, যাত্রার পাশাপাশি সারা রাত বায়স্কোপ চলতে শুরু করল। অল্পসময়ের ব্যবধানে সিডি, ডিভিডি প্লেয়ার সাধারণ মানুষের হাতের নাগালে চলে এলো। আর আজ? মোবাইল ফোন সবাইকে ঘিরে ধরেছে চারদিক থেকে। প্রশ্ন, মোবাইলের পর কী?

লিয়াকত হোসেন খোকন : প্রাবন্ধিক

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম