
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ এএম

হাদিউল ইসলাম
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
প্রিয় প্রণয় পুরুষদুধে সুপুষ্ট দেহ পেয়েছে
তবু হারিয়েছে, যেমন হারায় একলব্যের আঙুল
দ্রোণাচার্য দিনে
সে আসে বাগানের পাশ দিয়ে নিরঞ্জন
সে আসে কোকিলের গলা দিয়ে নিরঞ্জন
তাগড়া এক পরগাছার নিচে কাঁপছে সময়
ঘামছে জলাধার, চতুর্দিকে পথভোলা ধারাপাত
উড়ছে পাতা নিভু নিভু পাঠশালায়
সে আসে পানশালার পাশ দিয়ে নিরঞ্জন
সে আসে উপাসনালয়ের পাশ দিয়ে নিরঞ্জন