
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ এএম

সাম্য শাহ
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
একে একে অনেক পথ গেছে মরে; তবু-
পাড়া-মহল্লায়, পথে, নগর-বসতভিটায়
মাথাচাড়া দিয়ে উঠে শপথ; জ্বলন্ত আগুন
যেভাবে তোয়াক্কাহীন শব্দে শব্দে বাড়ে
সেইভাবে বড় হতে থাকে মানুষের নহর!
আমি আসবো
তুমি আসবে
সবাই আসবে
রাষ্ট্রদ্রোহী অসাংবিধানিক মিছিলে!
এখন প্রস্তুতি পর্ব
আমরা প্রস্তুত হচ্ছি
একেএকে একসাথে
জনগণতান্ত্রিক চূড়ান্ত বিস্ফোরণে!