
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ এএম

রহমান শেলী
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
এখানে আকাশ থেকে প্রভু নামে মিসাইল হয়ে
শিশুরা খায় দালানের ধ্বংসস্তূপের নছিলা রুটি।
এখানে প্রভুরা থাকেন না, থাকেন মাহাজন পাড়ায়!
এখানে যারা থাকেন, তারা মানুষ নন, একখণ্ড চিৎকার!
রীতিনীতির প্রভুরা যুগে যুগে দেখায় মানবতার মশকরা!
আজও শিশুদের হলো না এই পৃথিবী
বাসযোগ্য একখণ্ড নিরাপদ ভূমি!