Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

অনন্য যতীন সরকার

Icon

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যতীন সরকার, বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাবন্ধিক। শুধু লেখক হিসাবে নয়, একজন অসাধারণ শিক্ষক, প্রগতিশীল রাজনীতিবিদ, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অতুলনীয় বাগ্মী হিসাবেও তিনি দেশে ও দেশের বাইরে সুপরিচিত। বহুমাত্রিক এ বুদ্ধিজীবী কিছুদিনের মধ্যেই নব্বই বছর পূর্ণ করবেন। এ উপলক্ষ্যে বিশিষ্ট ছড়াকার ও গবেষক স্বপন ধরের সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘নব্বইয়ের পথে যতীন সরকার’ শীর্ষক প্রবন্ধ সংকলন। দেশ ও বিদেশের খ্যাতিমান লেখকদের রচনায় সমৃদ্ধ এ সংকলন। লেখক তালিকার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হচ্ছেন, মুস্তাফা নূরউল ইসলাম, আনিসুজ্জামান, কবীর চৌধুরী, জিল্লুর রহমান সিদ্দিকী, দ্বিজেন শর্মা, আবুল কাসেম ফজলুল হক, সৈয়দ মনজুরুল ইসলাম, মামুনুর রশীদ, সেলিনা হোসেন, আনোয়ারা সৈয়দ হক, তসলিমা নাসরিন, মোরশেদ শফিউল হাসান, শামসুজ্জামান খান, নির্মলেন্দু গুণ, তানভীর মোকাম্মেল, এম এম আকাশ, হাসান আজিজুল হক, হায়াৎ মাহমুদ, বিরূপাক্ষ পাল, সোহরাব হাসান, মোহাম্মদ আজম, রাজীব সরকার প্রমুখ। অসাধারণ সমীহ জাগানিয়া এ বইয়ের লেখক তালিকা। ৬০ জন লেখক ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে যতীন সরকারের জীবন ও সাহিত্য কর্মের মূল্যায়ন করেছেন। এ লেখকদের মধ্যে অনেকেই ভিন্ন মতাদর্শ এমনকি বিপরীত রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অধিকারী। কিন্তু যতীন সরকারের মূল্যায়নে প্রত্যেকে আন্তরিক। যতীন সরকারের অন্যতম বিশেষত্ব এই যে, তার অপূর্ব ব্যক্তিত্ব ও জীবনদর্শন তাকে সর্বমহলে গ্রহণযোগ্য করে তুলেছে।

আনিসুজ্জামান লিখেছেন, ’যতীন সরকার নানা কারণে আমাদের শ্রদ্ধা অর্জন করেছেন। অধ্যয়ন-অধ্যাপনায় তার নিষ্ঠা সুবিদিত। আদর্শবাদের প্রতি পক্ষপাত ছাড়া অন্য কোনো পক্ষপাতে তিনি দুষ্ট নন। তার সর্ববিধ বিচারে জীবনের প্রতি গভীর আসক্তির পরিচয় পাওয়া যায়। তত্ত্বের সঙ্গে জীবনানন্দের এ যোগ তার কাছ থেকে আমাদের বড় পাওয়া’। মামুনুর রশীদ লিখেছেন, ‘অসাধারণ দৃঢ়তায় যতীন সরকার তার দায়িত্ব পালন করেছেন। রাজনীতিতে, সংস্কৃতিচর্চায়, লেখালেখিতে, শিক্ষকতায় এমন আদর্শনিষ্ঠ মানুষ এখন তেমন চোখে পড়ে না। যতীন সরকার যথার্থই ‘শ্রীমান’। মোরশেদ শফিউল হাসান লিখেছেন, ‘চারপাশে থাকা অন্ধকারের মধ্যে রাজধানী থেকে দূরে ছোট্ট মফস্বল শহর নেত্রকোনার সাতপাইয়ে বসে তিনি একটি দীপশিখা জ্বেলে রাখার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন, যা থেকে আগামীতে হয়তো সারা দেশে অজস্র প্রদীপ জ্বলে উঠবে’।

রাজীব সরকার মন্তব্য করেছেন, ‘দীর্ঘ ছয় দশকের সারস্বত সাধনার মধ্য দিয়ে জাতির শিক্ষকের ভূমিকা পালন করেছেন যতীন সরকার। সাহিত্যচর্চা, বক্তৃতা, গণমাধ্যমে সাক্ষাৎকার প্রদান তার অসামান্য শিক্ষকতারই অংশ। শিল্পের সঙ্গে জীবনের সাঁকো বাঁধার প্রত্যয়ে অদম্য ক্রিয়াশীল তিনি’। বইয়ের কনিষ্ঠতম লেখক যতীন সরকারের নবম শ্রেণি পড়ুয়া দৌহিত্র সাগ্নিক সরকার। দাদুর বই সর্ম্পকে এ প্রতিভাবান কিশোর লিখেছে, ‘বাংলাদেশে সাম্প্রদায়িকতা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার-পরবর্তী বাংলাদেশের ইতিহাস জানতে হলে, পাকিস্তানের জন্মমৃত্যু-দর্শন ও পাকিস্তানের ভূতদর্শন পাঠের কোনো বিকল্প নেই।’ যতীন সরকারের বিভিন্ন বয়সের দুর্লভ আলোকচিত্র বইটির গুরুত্ব বহুলাংশে বৃদ্ধি করেছে। খুব দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন প্রকাশনার জন্য ইত্যাদি গ্রন্থ প্রকাশকে ধন্যবাদ। যতীন সরকারের অনন্যতা বোঝার জন্য বইটি অত্যন্ত সহায়ক।

কামরুল ইসলাম

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম