Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

বহুদূর থেকে ভেসে আসা সুর

Icon

আরিফ মঈনুদ্দীন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বহুদূর থেকে কী এক শব্দ ভেসে আসছে

অনুমান-আন্দাজ করার আগে ভাবনার পাল খাটিয়ে খানিক

তাকিয়ে থাকি দূরের পর্দায়-অদৃশ্য অথচ জ্বলজ্বল-করা

সৃষ্টিসীমায় দিগন্তপ্রসারী হাওয়ার নাচন এখানে

তোমার তরল জ্যোৎস্না উপস্থিত হবে পূর্ণিমায়

উপভোগের আলোয় যারা অভ্যর্থনা জানাতে প্রস্তুত

তারা দেখবে আমার কতটুকু গ্রহণযোগ্যতা লেখা হয়ে আছে

দলিলের পৃষ্ঠাজুড়ে

তাই আমি সোজা পথ ধরে নির্দেশিত কথামালা

কর্ম তালিকায় তুলে নিয়ে একটি একটি করে

রূপায়ণ প্রক্রিয়ায় হাত দেব

কতটুকু সময় বরাদ্দ তা যেহেতু জানা নেই

আমার তাড়াহুড়োর পাশ কাটিয়ে কঠিন দৃঢ়তায় বেছে নেব

সময়ের শ্রেষ্ঠ অংশ

যতখানি জীবন না-পারার কিছুই নেই

কেননা ততখানিই নির্ঘণ্ট আমার

বাকিটুকু ফেলে রাখা হবে তোমাদের জন্য

এভাবেই শতাব্দী আসবে আর যাবে

সভ্যতার শেষ লগ্ন অবধি মানব-মানবীর বাক প্রতিমাই

ইতিহাসে লেখা রবে।

সেই শব্দই স্বপ্নে অথবা জাগরণে ভেসে আসে নিশিদিন

যারা ধরতে পারে তারাই সাফল্যের বরপুত্র

নবীন কিংবা প্রবীণ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম