
প্রিন্ট: ২৩ এপ্রিল ২০২৫, ০৮:০৯ পিএম

শহীদুল্লাহ শাহরিয়ার, চট্টগ্রাম
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: যুগান্তর
আরও পড়ুন
১৬ বছরে দেশের আনাচে-কানাচে কোটি কোটি টাকার উন্নয়ন হলেও পারকি সমুদ্রসৈকতের উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। চট্টগ্রামের পতেঙ্গা থেকে কর্ণফুলীর তলদেশ হয়ে আনোয়ারার পারকি প্রান্তে টানেলটি ওঠার কারণে এ সৈকত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের অধিভুক্ত পারকি সমুদ্রসৈকতকে আধুনিক ও পর্যটকবান্ধব হিসাবে গড়ে তোলার প্রত্যাশা ভোটারদের। আগামী নির্বাচনে বিভিন্ন দলের মনোনয়নপ্রত্যাশীদের বক্তব্যেও সৈকতটির অবহেলার শিকার হওয়ার বিষয়টি উঠে এসেছে।
চট্টগ্রাম-১৩ আসনে ১৯৯১ সালে এ আসনে সংসদ-সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের অন্যতম নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু। ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির সরওয়ার জামাল নিজাম সংসদ-সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে আখতারুজ্জামান চৌধুরী বাবু আবার নির্বাচিত হন। ২০১২ সালে তার মৃত্যুর পর উপনির্বাচনে বাবুর বড় ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সংসদ-সদস্য নির্বাচিত হন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালেও আওয়ামী লীগের মনোনয়নে জাবেদ সংসদ-সদস্য নির্বাচিত হন। দ্বিতীয়বার সংসদ-সদস্য হয়ে ভূমি প্রতিমন্ত্রী এবং তৃতীয়বার সংসদ-সদস্য হয়ে তিনি ভূমিমন্ত্রী হন। ৫ আগস্টের পর থেকে জাবেদ লাপাত্তা। তার বিরুদ্ধে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এ নির্বাচনে আওয়ামী লীগ বা অন্য দলগুলো মাঠে না থাকলেও বিএনপি ও জামায়াতের মনোনয়নপ্রত্যাশীরা চষে বেড়াচ্ছেন এলাকা। আনোয়ারা-কর্ণফুলী আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন তিনবারের সাবেক সংসদ-সদস্য সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন ও সাবেক যুগ্মসাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমদ চৌধুরী আশফাক। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরীর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
তিনবারের সাবেক সংসদ-সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম ২০০৭ সালে (ওয়ান-ইলেভেন) কারাবন্দি হন। দুই বছর জেল খেটে বের হওয়ার পর তাকে আর আনোয়ারার রাজনীতিতে সরব দেখা যায়নি। এ অভিযোগ দলীয় নেতাদের। ১৬ বছরে অনেক ঝড়ঝাপ্টা গেলেও কর্মীরা তাকে পাশে না পেয়ে হতাশ ছিলেন। এ সুযোগে দলীয় কর্মকাণ্ডে চলে আসেন বিএনপি নেতা আলী আব্বাস ও লায়ন হেলাল উদ্দিনসহ একাধিক নেতা। মনোনয়ন দৌড়েও তারা সরব।
সরওয়ার জামাল নিজাম যুগান্তরকে বলেন, আওয়ামী লীগের বাঘা প্রার্থীকে হারিয়ে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ-সদস্য হয়েছিলাম। জনগণ আমার সঙ্গে আছে। আগামী দিনেও মনোনয়ন চাইব। দল আমাকে মনোনয়ন দেবে-এটাই আশা করছি। মাঠে না থাকার অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, ২০১৮ সালে বিএনপি আমাকে নমিনেশন দিয়েছিল।
৩২ বছরের রাজনৈতিক জীবনে একদিনের জন্যও পদপদবিবিহীন ছিলেন না চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস। ২০১২ সালে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে সরকারবিরোধী লংমার্চ শেষে তিনি তৎকালীন সরকারের রোষানলে পড়েন। এরপর একে একে তাকে ২৪টি মামলার আসামি করা হয়। দুই দফায় পাঁচ বছরের মতো জেল খাটেন।
আলী আব্বাস যুগান্তরকে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব নির্দেশনা আমি অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করেছি। আগে মনোনয়ন না পেলেও দলীয় সিদ্ধান্ত মেনে দলের প্রার্থীর পক্ষে মনপ্রাণ উজাড় করে কাজ করেছি। আশা করি, এবার দল আমাকে মনোনয়ন দেবে।
আনোয়ারার পারকি সমুদ্রসৈকতে পর্যটনের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও সৈকতকে অযত্ন-অবহেলায় ফেলে রাখা হয়েছে উল্লেখ করে আলী আব্বাস বলেন, বিএনপি সরকার গঠন করলে সৈকতটি যাতে প্রকৃত অর্থেই ‘এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন’ হিসাবে গড়ে তোলা যায়, সেই চেষ্টা করব।
২০০৬ সালে আনোয়ারা উপজেলা বিএনপির সহসভাপতি হিসাবে রাজনৈতিক জীবন শুরু করেন লায়ন হেলাল উদ্দিন। বর্তমানে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব। এ কমিটিতে ইদ্রিস মিয়া আহ্বায়ক ও আলী আব্বাস যুগ্ম আহ্বায়ক হিসাবে আছেন। লায়ন হেলাল উদ্দিন যুগান্তরকে বলেন, ১৬ বছর রাজনীতির মাঠে না থাকা সরওয়ার জামাল নিজাম এখন মাঠে নেমেছেন। এ ১৬ বছর তিনি (হেলাল) সব আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন। এ কারণে দল তাকে মূল্যায়ন করেছে। আগামী দিনে দল তাকে আনোয়রা-কর্ণফুলী আসন থেকে মনোনয়ন দেবে বলেও তিনি আশা করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী যুগান্তরকে বলেন, ৩০ বছর আনোয়ারা উপজেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেছি। ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের নানা বাধাবিপত্তির পরও সাংগঠনিক কার্যক্রম থেকে একদিনের জন্যও দূরে ছিলাম না। এজন্য দল আমাকে মনোনয়নের জন্য চূড়ান্ত করেছে। ১৯৯১ সালে আওয়ামী লীগ প্রার্থী আখতারুজ্জামান বাবুর সঙ্গে আমি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলাম।
পতেঙ্গা আলিয়া মাদ্রাসার অধ্যাপক হিসাবে ৩৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানা অধ্যাপক মাহমুদুল হাছান বলেন, নতুন বাংলাদেশে মানুষের মধ্যে গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে জনগণের মেন্ডেট নিয়ে তিনি সংসদে যেতে চান। তিনি বলেন, আনোয়ারায় এখন প্রধান সমস্যা গহিরা এলাকায় বেড়িবাঁধ না থাকা, আনোয়ারার পর্যটনকেন্দ্র পারকি সমুদ্রসৈকত থেকে দোভাষী বাজার পর্যন্ত ১০ কিলোমিটার একটি বিকল্প সংযোগ সড়ক বা বেল্ট গড়ে না ওঠা এবং চাতরি ইউনিয়ন মহতরপাড়া খালে জরাজীর্ণ ও ত্রুটিপূর্ণ স্লুইস গেট। এ তিনটি কাজ বাস্তবায়নে তিনি পানি উন্নয়ন বোর্ডের কাছে ধরনা দিয়েছেন। আগামী দিনে সুযোগ পেলে কাজগুলো করবেন।