
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০২:২৯ এএম
বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আরও পড়ুন
বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শর্ত ফের পুনর্বহালের কথা জানিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে (ডিআইপি) ইতোমধ্যে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার ফিলিস্তিনের গাজায় বর্বরতম ইসরাইলি হামলার প্রতিবাদে ঢাকায় এক নজিরবিহীন বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। যার নাম ছিল ‘মার্চ ফর গাজা’।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসরাইল ব্যতীত শর্ত পুনর্বহালের জন্য পাসপোর্ট অধিদপ্তরকে ৭ এপ্রিল চিঠি দেওয়া হয়। সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-৪ শাখার উপসচিব নীলিমা আফরোজের স্বাক্ষরে এ চিঠি পাঠানো হয়েছে। চিঠি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যাচ্ছে পাসপোর্ট অধিদপ্তর।
সূত্র জানায়, দীর্ঘদিন বাংলাদেশের পাসপোর্টে ইসরাইল ভ্রমণ নিষিদ্ধ ছিল। পাসপোর্টের পাতায় বড় হরফে লেখা থাকত ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরাইল ব্যতীত’। তবে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকার অতি গোপনে এ সংক্রান্ত নিষেধাজ্ঞার শর্ত তুলে দেয়। পরে ২০২০ সালের দিকে দেশে ই-পাসপোর্ট চালুর পর নতুন বুকলেটে ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞা সংক্রান্ত শব্দগুচ্ছ দেখা যায়নি। পরে বিষয়টি জানাজানি হলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এর কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। এ নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্টরা হাসিনা সরকারের ব্যাপক সমালোচনা করেন।
এদিকে পাসপোর্ট অধিদপ্তর বলছে, ইসরাইল ব্যতীত শব্দ ফের পুনর্বহালের নির্দেশ দেওয়া হলেও এটি এখনই বাস্তবায়ন করা যাচ্ছে না। কারণ, ইতোমধ্যে বিপুলসংখ্যক বুকলেট সম্পূর্ণ রেডি অবস্থায় অধিদপ্তরের গুদামে মজুত রয়েছে। এছাড়া কয়েক লাখ পাসপোর্ট আবেদন চূড়ান্ত প্রিন্টিংয়ের জন্য প্রক্রিয়াধীন। ফলে এসব বুকলেট শেষ হওয়ার আগে নতুন করে কোনো ধরনের শব্দ সংযোজন বা বিয়োজনের সুযোগ নেই। পুরোনো মজুত শেষ হওয়ার পর নতুন বুকলেট আমদানি বা উৎপাদনের সময় এ সংক্রান্ত শব্দগুচ্ছ যথানিয়মে পুনর্বহাল করা হবে।